আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ড সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। তিন টেস্টে ৯১ রান রোহিতের। গড় ১৫.১৬। বিরাটের রান ৯৩। গড় ১৫.৫০। ভারতের দুই তারকা ক্রিকেটারের সমালোচনা মুখর হন বসিত আলি। বাবর আজমের সঙ্গে বিরাট, রোহিতের তুলনা টানেন পাকিস্তানের প্রাক্তনী। বসিত আলি বলেন, 'বাবরের পর রোহিত এবং বিরাটেরও একই অবস্থা। খারাপ ফর্ম চলছে।' নিজের ইউ টিউব চ্যানেলে এমন বলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। মুম্বই টেস্টের দ্বিতীয় ইনিংসে রোহিতের ফুট মুভমেন্টের ভুল ধরিয়ে দেন তিনি। এই প্রসঙ্গে বসিত আলি বলেন, 'রোহিত দুটো বল মিস করার পর চার মারার লক্ষ্যে স্টেপ আউট করে। এর থেকে স্পষ্ট ওর পায়ের মুভমেন্ট ঠিকঠাক নেই। ফর্মে নেই। তারপর রিভার্স সুইপে চার মারে।'
অন্যান্য প্রাক্তন ক্রিকেটারদের মতো তিনিও মনে করেন, অস্ট্রেলিয়া সিরিজের আগে দু'জনেরই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। কারণ টেস্ট ম্যাচ খেলার প্র্যাকটিস নেই তাঁদের। বসিত আলি বলেন, 'বিরাট কোহলি একেবারেই ফর্মে নেই। অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে ওর ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। রোহিতেরও তাই। টেস্ট ম্যাচ খেলার অভ্যাস নেই। ভারতীয় দলে সুযোগ পেতে ঘরোয়া ক্রিকেটে খেলার ফতোয়া জারি করেছিল বোর্ড। সবাই খেলেছে। তাঁরা মাঝে মধ্যে কয়েকটা ম্যাচে পারফর্মও করেছে। শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়েসওয়ালরা খেলেছে। কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। ওদের না খেলার সিদ্ধান্ত নিতে দেওয়া হয়েছে।' তাবড় তাবড় প্রাক্তন ক্রিকেটাররা দুই মহাতারকাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দিলেও, সেটা আদৌ ওদের কানে কতটা পৌঁছচ্ছে, সময়ই বলবে।
