আজকাল ওয়েবডেস্ক: দলীপ ট্রফিতে নেমেই নজির গড়লেন বিদর্ভের ব্যাটার দানিশ মালেওয়ার। অভিষেক ম্যাচেই মধ্যাঞ্চলের হয়ে দ্বিশতরান করলেন ২১ বছরের এই তরুণ ক্রিকেটার। বিদর্ভের প্রথম ক্রিকেটার হিসাবে দলীপ ট্রফিতে দ্বিশতরান করার নজির গড়লেন তিনি।
২০২৪ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন মালেওয়ার। গত মরসুমের পর এই মরসুমেও ধারাবাহিক ভাবে রান করেছেন। রঞ্জি ট্রফিতে ইতিমধ্যেই ২টি শতরান করে ফেলেছেন। ৬টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। দলীপ ট্রফির প্রথম ম্যাচে উত্তর–পূর্বাঞ্চলের বিরুদ্ধে ২২০ বলে ২০০ রান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২২২ বলে ২০৩ রান করে আউট হন তিনি। তাঁকে অবশ্য উত্তর–পূর্বাঞ্চলের কোনও বোলার আউট করতে পারেননি। রিটায়ার্ড আউট হন তরুণ ব্যাটার। তিন নম্বরে ব্যাট করতে নামা মালেওয়ারের ইনিংসে রয়েছে ৩৬টি চার এবং ১টি ছয়। প্রথম দিনের খেলার শেষে ১৯৮ রানে অপরাজিত ছিলেন মালেওয়ার। অধিনায়ক রজত পতিদারের (১২৫) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩৪৩ রানের জুটি গড়েন তরুণ ব্যাটার।
জানা গেছে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন মালেওয়ার। তাঁর বাবা বিষ্ণু মালেওয়ার ক্রিকেটের অন্ধ ভক্ত। তাঁর ইচ্ছা, উৎসাহেই ক্রিকেটার হয়েছেন ২১ বছরের তরুণ। রঞ্জির পর দলীপেও নজরকাড়া ব্যাটিংয়ের পর মালেওয়ার বলেছেন, ‘বাবা প্রথম থেকেই চাইতেন, আমি ক্রিকেট খেলি। সাত বছর বয়সে অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। আমার ক্রিকেটের খরচ চালানোর জন্য বাবাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। একটা সময় পর্যন্ত অন্যদের কাছ থেকে ব্যাট, প্যাড, গ্লাভস কিনে ক্রিকেট খেলেছি। এ সব কেনার মতো আর্থিক অবস্থা ছিল না আমাদের। অনূর্ধ্ব–১৯ পর্যায়ে খেলার সময় থেকে আমি কিছুটা রোজগার করতে শুরু করেছি।’
আরও পড়ুন: সেপ্টেম্বরেই ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ! মেসির কথায় অবসরের ইঙ্গিত
এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি ইনিংস খেলে ৯৮৬ রান করেছেন মালেওয়ার। ১০০০ রানের মাইলফলক থেকে ১৪ রান দূরে রয়েছেন তিনি। গত রঞ্জি ট্রফিতে ৫২ গড়ে ৭৮৩ রান করেছেন মালেওয়ার।
এদিকে, দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন মধ্যাঞ্চলের অধিনায়ক ধ্রুব জুরেল এবং পূর্বাঞ্চলের নেতা অভিমন্যু ঈশ্বরণ। শেষ মিনিটে ম্যাচ মিস করলেন দুই তারকা। কুঁচকির চোটের জন্য খেলতে পারেননি জুরেল। জ্বরের জন্য শেষ মুহূর্তে বাদ পড়েন অভিমন্যু। তাঁর অনুপস্থিতি পূর্বাঞ্চলের জন্য বড় ধাক্কা। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে শক্তিশালী নর্থ জোনের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। আগেই দল থেকে ছিটকে গিয়েছেন আকাশ দীপ এবং ঈশান কিষাণ। ঈশ্বরণের অনুপস্থিতিতে অসমের অলরাউন্ডার রিয়ান পরাগ দলকে নেতৃত্ব দিচ্ছেন।
আসন্ন এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। কিন্তু দলীপ ট্রফির ম্যাচের আগেই দিন কুঁচকিতে চোট পান। তাঁকে ম্যাচ না খেলার পরামর্শ দেওয়া হয়। খেলার দিন মাঠে এলেও খেলেননি। নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন আইপিএল জয়ী রজত পতিদার। তিনি দলের সহ অধিনায়ক ছিলেন। অধিনায়ক শুভমান গিলকে ছাড়া খেলছে পূর্বাঞ্চল। দলীপ ট্রফিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু জ্বরের জন্য বাদ পড়েন। সঠিক সময়ের মধ্যে সুস্থ হতে পারেননি। সহ অধিনায়ক অঙ্কিত কুমার দলকে নেতৃত্ব দিচ্ছেন। গিলের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে শুভম গোয়েলকে।
