আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিলামে তাঁকে নিয়ে উৎসাহ দেখাননি কেউই। তিনি অবিক্রিতই থেকে গিয়েছেন নিলামে। আফগানিস্তানের সেই সাদিকুল্লা অটল সেঞ্চুরি হাঁকালেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। দেশের জার্সিতে প্রথম শতরান তাঁর। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাঁ হাতি সাদিকুল্লার সেঞ্চুরির সৌজন্যে আফগানরা করে ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৮৬ রান।
সাদিকুল্লার বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। সেই তিনি ১২৫ বলে সেঞ্চুরি হাঁকান আফগান তারকা। শেষমেশ ১২৮ বলে ১০৪ রান করেন তিনি। আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আবদুল মালিক ও অটল ১৯১ রান জোড়েন জুটিতে। ৩৫ ওভারে জুটি ভাঙেন নিউম্যান ন্যামহুরি। মালিক আউট হলেও ৪৩ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন অটল। ন্যামহুরির বলেই ফিরতে হয় তাঁকে।
২০২৩ সালের জুলাইয়ে অটল শিরোনামে আসেন। কাবুল প্রিমিয়ার লিগে একই ওভারে সাতটি ছক্কা মেরে তিনি সবার নজর কেড়ে নিয়েছিলেন। শাহিন হান্টারের হয়ে খেলার সময়ে অটল এই নজির গড়েন। তাঁর প্রবল প্রহারে আমির জাজাই ৪ ওভারে ৭৯ রান দেন। সম্প্রতি ওমানে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাদিকুল্লা অটল। সেই সাদিকুল্লা এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন।
