আজকাল ওয়েবডেস্ক: বাংলার ফুটবলের ফিনিক্স পাখি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে বাংলা ফুটবলের নবজাতক। ছেলেদের পর এবার নজির গড়ল মেয়েরাও। মাস দুয়েক আগে চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ছেলেদের দল। এবার কন্যাশ্রী কাপের প্রিমিয়ার ডিভিশনে‌ খেলার টিকিট পেল ইউকেএসসির মেয়েরা। মঙ্গলবার উলুবেড়িয়া স্টেডিয়ামে পুলিশ অ্যাথলেটিক ক্লবকে ৩-০ গোলে হারিয়ে কন্যাশ্রী কাপ বি ডিভিশনে চ্যাম্পিয়ন হল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের মেয়েরা। হ্যাটট্রিক করেন দেবনেতা রায়। অপরাজিত চ্যাম্পিয়ন ইউকেএসসি। দু'মাসের অক্লান্ত পরিশ্রমের পর স্বপ্ন বাস্তবে পরিণত হল।

সেমিফাইনালে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠা মাত্র কন্যাশ্রী কাপ প্রিমিয়ার ডিভিশনের ছাড়পত্র সংগ্রহ করে ইউকেএসসি। সেদিনও হ্যাটট্রিক করেন দেবনেতা। ব্যাক টু ব্যাক ম্যাচে জোড়া হ্যাটট্রিকে প্রথম বছরই দলকে চ্যাম্পিয়ন করলেন। কোচ প্রশান্ত ভট্টাচার্য বলেন, 'ছোট ছোট মেয়েগুলোর মুখ দেখে ভাল লাগছে। ওরা দেড় মাস ধরে লড়াই করেছে। একটা আবেগ, প্রত্যাশা ছিল। আমি টুর্নামেন্ট শুরু হওয়ার দশদিন আগে দলের দায়িত্ব নিয়েছি। একটু চ্যালেঞ্জিং ছিল। তবে সাফল্য পেয়ে ভাল লাগছে।'

কলকাতা লিগের প্রথম ডিভিশনের পর কন্যাশ্রী কাপেও জয়জয়কার। ছেলেদের পর মেয়েদের ফুটবলেও বিপ্লব। টুর্নামেন্টের শুরুর দিকেই গোলের রেকর্ড করে ইউকেএসসি। বেহালা ঐক্ সম্মেলনীকে ২৭-০ গোলে উড়িয়ে দেয়। মোট চারটি হ্যাটট্রিক হয়। ছ'জন গোলদাতার মধ্যে হ্যাটট্রিক করেন সারদা মাণ্ডি, পূজা কর্মকার, সোনালী মণ্ডল এবং শিউলি খাতুন। মেয়েদের ফুটবলে কোনও নবজাতক ক্লাবের এই রেকর্ড নেই। গত বছরের এপ্রিলে পথ চলা শুরু করে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। প্রথম বছরই ছেলেদের এবং মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন। এই নজির অন্য কোনও দলের নেই।