আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগের প্রথম ডিভিশনের পর এবার কন্যাশ্রী কাপেও জয়জয়কার। নজির ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। ছেলেদের পর মেয়েদের ফুটবলেও বিপ্লব আনল কলকাতার নবাগত ক্লাব। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ বি ডিভিশনের ম্যাচে বেহালা ঐক্য সম্মেলনীকে ২৭-০ গোলে উড়িয়ে দিল ইউকেএসসি। মোট চারটি হ্যাটট্রিক। ছ'জন গোলদাতার মধ্যে হ্যাটট্রিক করেন সারদা মাণ্ডি, পূজা কর্মকার, সোনালী মণ্ডল এবং শিউলি খাতুন। বেহালাকে নিয়ে ছেলেখেলা করে ইউনাইটেড। কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচে বিদ্যুৎ এসসির বিরুদ্ধে ওয়াকওভার পায় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। আঠারো জনের দল নামতে পারেনি প্রতিপক্ষ। দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল ইউকেএসসির। প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দেয়।
ম্যাচের প্রথম মিনিট থেকেই ঝড় তোলে ইউনাইটেড। এক মিনিটের মাথায় রবিনা সিংহের গোলে এগিয়ে যায় ইউকেএসসি। পুরো নব্বই মিনিট বিপক্ষের ওপর রোলার চালায় ইউনাইটেডের মেয়েরা। বেহালা ঐক্য সম্মেলনীকে নাস্তানাবুদ করে ছাড়ে। প্রথমার্ধের শেষে দেড় ডজন গোলে এগিয়ে যায় ইউকেএসসি। বিরতিতে স্কোর ছিল ১৮-০।
দ্বিতীয়ার্ধে আরও ন'গোল। সর্বোচ্চ গোলদাতা সোনালী মণ্ডল। ৯ গোল করেন তিনি। ৮ গোল শিউলি খাতুনের। চার গোল করেন সারদা মান্ডি। তিন গোল পূজা কর্মকারের। জোড়া গোল করেন রবিনা। একটি গোল করেন পলি কোলে। ম্যাচের সেরা অনূর্ধ্ব-১৭ ফুটবলার রবিনা সিংহ। এর আগে কন্যাশ্রী কাপে ৩০ গোলের নজির রয়েছে। ৩৫ গোল করেছিল ইস্টবেঙ্গল। তবে মেয়েদের ফুটবলে বাংলার ফুটবলের কোনও নবজাতক ক্লাবের এই রেকর্ড নেই। ছেলেদের দলের সাফল্যের পর এবার অভিষেক বছরেই কন্যাশ্রী বি ডিভিশন জেতার লক্ষ্য ইউকেএসসির মেয়েদের। শুরুটা যেভাবে হয়েছে, স্বপ্ন দেখা যেতেই পারে।
