আজকাল ওয়েবডেস্ক: সেই পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনাল থেকে ভারতকে সমস্যায় ফেলছেন ট্র্যাভিস হেড।
আহমেদাবাদের সেই ফাইনালে হেড একাই হারিয়ে দিয়েছিলেন ভারতকে। অ্যাডিলেড ওভালেও তাঁর সেঞ্চুরির ফলে অন্ধ গলিতে পথ হারায় টিম ইন্ডিয়া। ব্রিসবেনে ফের শতরান পেলেন হেড।
গাব্বায় এদিন সেঞ্চুরি করার ফলে এক অনন্য নজিরও গড়লেন এই অজি ব্যাটার। এক ক্যালেন্ডার ইয়ারে একই মাঠে কিং পেয়ার ও সেঞ্চুরি করা প্রথম ব্যাটারের নাম হেড।
চলতি বছরের জানুয়ারিতে 'কিং পেয়ার' পেয়েছিলেন এই অজি তারকা। অর্থাৎ দুই ইনিংসেই প্রথম বলে আউট হয়েছিলেন। খাতা না খুলেই ফিরে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাঠে দুই ইনিংসে শূন্য রান করেছিলেন হেড। ২০২২ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হন হেড। আর এদিন সেঞ্চুরি।
যে মাঠে তিনটি টেস্ট ইনিংসে শূন্য রান করেছেন, সেই মাঠেই হেড ম্যাজিক দেখালেন। ১৫২ রানে হেড যখন ফিরলেন, তখন অস্ট্রেলিয়া নিজেদের গুছিয়ে নিয়েছে। তিনি এখন যা ধরছেন, তাতেই সোনা ফলাচ্ছেন।
