আজকাল ওয়েবডেস্ক: বেছে জোফ্রা আর্চারকেই কেন আক্রমণ করেছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টির নায়ক তিলক ভার্মা? 

ভারতকে ম্যাচ জিতিয়ে খুল্লমখুল্লা জানালেন ২২ বছরেই তারকা বনে যাওয়া ক্রিকেটার। 

জোফ্রা আর্চার ইংল্যান্ডের তারকা বোলার। অন্যতম সেরাও। তাঁকেই  আক্রমণ করেন তিলক। আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল তা। তিলক ভার্মা বলছেন, ''আমি ইংল্যান্ডের সেরা বোলারকে আক্রমণ করার রাস্তা নিই। সেরা বোলারকে কেউ যদি আক্রমণ করে, তাহলে অন্য বোলাররাও চাপে পড়ে যাবে। অন্য প্রান্ত থেকে উিকে পড়ার সময়ে আমি ইংল্যান্ডের সেরা বোলারকে আক্রমণ করার রাস্তা নিই।'' 

৫৫ বলে ৭২ রানে অপরাজিত থেকে যান তিলক ভার্মা। চার ওভারে ৬০ রান দেন জোফ্রা আর্চার। তাঁকে চারটি ছক্কা হাঁকান তিলক। আর্চারকে অবলীলায় তিলক মারছেন দেখে ইংল্যান্ডের বাকি বোলাররাও চাপে পড়ে যান। সেটাই চেয়েছিলেন তিলক। তাঁর পরিকল্পনা সফল হয়। 

তিলক বলেন, ''আমি যদি ওদের সেরা বোলারকে অবলীলায় খেলতে পারি, তাহলে আমাদের বাকি ব্যাটারদের উপর থেকেও চাপ কমে যাবে। সেই কারণেই জোফ্রা আর্চারের বিরুদ্ধে সুযোগ নিই। ওর বিরুদ্ধে যে শটগুলো মেরেছি, সেগুলো সবই নেটে অনুশীলন করেছি। মানসিক দিক থেকে আমি তৈরিই ছিলাম। আমার পরিকল্পনা খেটে যায়।'' 

একটা সময়ে পরপর উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে গিয়েছিল। কিন্তু সেই সময়ে তিলক ভার্মা স্থির করেছিলেন তিনি শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ বের করে আনবেন। তিলক বলছেন, ''আমি মনে মনে বলছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। ম্যাচ শেষ করে যেতে হবে। গত ম্যাচের পরে গৌতম গম্ভীর স্যরের সঙ্গে আমার কথা হচ্ছিল। দলের প্রয়োজনে আমি ৬, ৭ বা ১০-এর বেশি স্ট্রাইক রেট নিয়েও খেলতে পারি। গৌতম স্যরও ড্রিঙ্কস ব্রেকের সময়ে বলেছিলেন, সবাইকে দেখিয়ে দাও তুমি সব ধরনের ইনিংস খেলতে পারো।'' 

তিলক খুশি তিনি টিকে থেকে ভারতকে জয় এনে দিয়েছেন।