আজকাল ওয়েবডেস্ক: ভারতকে জেতালেন। রেকর্ডও গড়লেন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ইংল্যান্ড সিরিজ, তিলক ভার্মার স্বপ্নের পরিক্রমা চলছেই। 

টানা চারটি টি-টোয়েন্টি ইনিংসে অপরাজিত তিলক। গত ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ রান করে আউট হয়েছিলেন। তার পর চারটি ইনিংসে তিনি অপরাজিত। এখনও পর্যন্ত ১৭৪ বল খেলে ৩১৮ রান করেন তিনি। 

এই চারটি ইনিংসে তিনি রান করেছেন ১০৭*,১২০*,১৯*, ৭২*। 

তিলক ছাপিয়ে গিয়েছেন নিউ জিল্যান্ডের মার্ক চ্য়াপম্যানকে। ২০২৩ সালে চ্যাপম্যান ২৭১ রান করেছিলেন। অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। এবার কিউয়ি তারকা চ্যাপম্যানকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তিলক।  


দক্ষিণ আফ্রিকা সফরে এই তিলক ভার্মাই ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কাছ থেকে তিন নম্বরে ব্যাট করতে যাওয়ার জন্য আবদার করেন। সূর্য নিজের জায়গা ছেড়ে দেন তিলক ভার্মাকে। 

তার পর থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন তিলক ভার্মা। চেন্নাইয়ে ভারতকে জেতানোর পরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেন,''তিলকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সবারই।''