আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই নতুন কোচ বেছে নিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সার্কেল শুরু হবে আগামী জুন থেকে। 


শোনা যাচ্ছে, মাইক হেসন পাকিস্তানের পরবর্তী কোচ হতে চলেছেন। যিনি আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক ক্রিকেট বোর্ড মাইক হেসনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। সূত্রের খবর, কোচের দৌড়ে তিনিই আপাতত এগিয়ে। পিসিবি চাইছে পূর্ণ সময়ের কোচ নিয়োগ করতে।


এতদিন আকিব জাভেদ অন্তর্বর্তী কোচের দায়িত্বে ছিলেন। নিউজিল্যান্ড সফরের পর তাঁর মেয়াদ শেষ হয়েছে। আকিব জাভেদ চুক্তি বাড়াতে আর রাজি নন। তাই পিসিবি পূর্ণ সময়ের কোচ খুঁজছে। আর এক্ষেত্রে প্রথম পছন্দ মাইক হেসন।


পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, অস্ট্রেলিয়ার সাইমন কাটিচ ও নিউজিল্যান্ডের বর্তমান ব্যাটিং কোচ লুক রনচিও আলোচনায় আছেন। তবে দৌড়ে এখনও এগিয়ে মাইক হেসন। পিসিবিকে উদ্ধৃত করে ওই সূত্র আরও জানিয়েছে, ‘‌কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে হেসনই সম্ভবত পরবর্তী কোচ হবেন।’‌


এটা ঘটনা ফ্রাঞ্চাইজি লিগে হেসন নাম করা কোচ। আইপিলের পর এখন পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হেসন। 


এর আগেও গ্যারি কার্স্টেন, জেসন গিলেসপিরা পাক কোচের পদে ছিলেন। পিসিবির সঙ্গে দূরত্ব তৈরি হওয়াতেই সরে যান তাঁরা। আবার সেই বিদেশি কোচের দিকেই ঝুঁকছে পিসিবি।