আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ আইপিএলের মেগা নিলাম হবে জেদ্দায়।  দু' দিনে ৫৭৪ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। এবারের মেগা নিলামে মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা ও আনরিখ নর্খিয়ার উপরে আলাদা নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এি তিন তারকা পেসার কোন দলের জার্সি পরেন সেটাই দেখার। 

গতবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। কলকাতার জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন অজি তারকাই। কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরে ছেড়ে দেয় স্টার্ককে। কিন্তু কেন তাঁকে ছেড়ে দেওয়া হল, সে প্রসঙ্গে অস্ট্রেলিয়ার তারকা বোলারকে কিছুই জানানো হয়নি।

গত মরশুমে ২৪ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল। এবার কি সেই অঙ্ক ছাপিয়ে যাবেন তিনি? পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার গতিদানব কাগিসো রাবাদাকে। রাবাদা ও বিরাট কোহলির ব্যাট-বলের লড়াইয়ের কথা সবারই জানা। সেই রাবাদাকে দলে নেওয়ার জন্য মেগা নিলামে ঝড় উঠতে পারে। 

২০২৩ সালের আাইপিএলে  দ্রুততম ১০০ উইকেট নিয়েছিলেন রাবাদা। শোনা যাচ্ছে, তাঁকে পাঞ্জাব নিতে পারে নিলামে। কারণ কিংস পাঞ্জাবের রাইট টু ম্যাচ  এখনও বাকি। পঞ্জাবের পাশাপাশি  অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও তাঁকে দেল নেওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপাতেই পারে।

২০২৫ সালের মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার নর্খিয়ার দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। দেড়শো কিলোমিটার বেগে বল করতে পারেন তিনি। রাইট টু ম্যাচ অপশন নিয়ম প্রয়োগ করে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নিতেই পারে।