আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা আরিনা রোদিওনোভা। ২০১৫ সালে প্রাক্তন অস্ট্রেলিয়ান রুলস ফুটবলার টাইরন ভিকেরিকে বিয়ে করেন আরিনা। নয় বছরে সম্পর্কে ইতি টানলেন দু'জনেই। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে বিবাহবিচ্ছেদের কথা জানান আরিনা। প্রসঙ্গত, এই ঘোষণার কয়েকদিন পরেই ১২ জানুয়ারি প্রাপ্তবয়স্কদের ভিডিও তৈরির ওয়েবসাইট অনলিফ্যানস-এ আত্মপ্রকাশ করেছেন এই টেনিস তারকা। 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Arina Rodionova (@arinarodio)
 
 
জানুয়ারি মাসে একটি ভিডিও প্রকাশ করে তাঁর অনুগামীদের অনলিফ্যানস-এ অ্যাকাউন্ট খোলার কথা জানান তিনি। অনেকেরই ধারণা, তাঁর এই সিদ্ধান্তের পিছনে এক ভক্তের হাত রয়েছে। একটি পোস্টে ওই ভক্ত লিখেছিলেন অনলিফ্যানস-এ অ্যাকাউন্ট খুলে ফেলুন। টেনিসের চেয়ে বেশি টাকা উপার্জন করবেন। অনলিফ্যান অ্যাকাউন্টের বায়োতে তিনি লিখেছেন, ''একটি মজার টেনিস খেলোয়াড়।''
রাশিয়ায় জন্ম আরিনার। ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন ইতিমধ্যেই। জার্মানির ইভা লিসের কাছে স্ট্রেট সেটে হারেন তিনি। বর্তমানে ডব্লিউটিএ ব়্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে আছেন আরিনা।