আজকাল ওয়েবডেস্ক:‌ পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দারুণ শুরু করেছিলেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে উঠেছিল রেকর্ড ২০১ রান। এডিলেডে দ্বিতীয় টেস্টে এই জুটিকেই কী ওপেন করতে দেখা যাবে?‌ সম্ভাবনা কম। কারণ রোহিত শর্মা দলের সঙ্গে যোগ দিয়েছেন। পারথ টেস্টের চতুর্থ দিন তাঁকে মাঠেও দেখা গিয়েছিল। এডিলেডে তিনিই সম্ভবত ওপেন করবেন যশস্বীর সঙ্গে। দেশের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাসকার তো বলেই দিয়েছেন, রোহিতেরই ওপেনার হিসেবে ফেরা উচিত। 


প্রথম টেস্টে ব্যক্তিগত কারণে খেলতে পারেননি রোহিত। যশস্বীর সঙ্গে ওপেন করেন রাহুল। এখন রোহিত দলে যোগ দেওয়ায় রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে টিম ইন্ডিয়াকে ভাবতে হচ্ছে। এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, এডিলেড টেস্ট থেকে রোহিতেরই ওপেন করা উচিত। রাহুল যাক ছয় নম্বরে।


সানির কথায়, ‘‌রোহিত শর্মাই এডিলেড থেকে ওপেন করুক। কারণ যশস্বীর সঙ্গে রোহিতের জুটিটা সেট হয়ে গেছে। রোহিত না থাকায় পারথে রাহুল ওপেন করেছিল। কিন্তু রোহিতেরই ফের ওপেনে ফেরা উচিত।’‌ পাশাপাশি গাভাসকার এও জানিয়েছেন, এডিলেডে স্কোয়ার বাউন্ডারি খুব ছোট। তার ফলে রোহিত সহজেই পুলগুলো মাঠের বাইরে ফেলতে পারবে। সানির কথায়, ‘‌এডিলেডে স্কোয়ার বাউন্ডারি খুব ছোট। একারণেই রোহিতকে ওপেনে চাইছি। রোহিত ভাল পুল মারতে পারে। ফলে অনেক রান পাওয়ার সম্ভাবনা থাকবে রোহিতের। পারথে রান না পাওয়ায় ধ্রুব জুড়েলকে বসতে হবে। সেখানে ছয়ে আসুক রাহুল। তিনে দেবদত্তের জায়গায় আসবে শুভমান। আমার মতে এই বদল গুলো আসবে। তবে উইকেটের চরিত্র অনেক কিছু বদলে দিতে পারে।’‌ 
প্রসঙ্গত, এডিলেডে হবে পিঙ্ক টেস্ট।