আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের তারকা বোলার হিসেবে তিনি সমাদৃত।  সেই নবীন উল হক এক ওভারে ১৩ বল করে বসলেন। তাঁর জন্যই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার মানল  আফগানিস্তান।  ৪ উইকেটে আফগানদের হারিয়ে জিম্বাবোয়ে সিরিজে এগিয়ে গেল ১-০-এ।

জিম্বাবোয়ের ইনিংসের ১৫-তম ওভারের ঘটনা। জেতার জন্য বাকি পাঁচ ওভারে ৫৭ রান দরকার ছিল জিম্বাবোয়ের। কিন্তু নবীন উল হক বল করতে এসে সুবিধা করে দিলেন জিম্বাবোয়েরই। ওয়াইড দিয়ে ওভার শুরু করেন আফগান তারকা  বোলার। ব্রায়ান বেনেট সিঙ্গলস নেন সেই বলে। দ্বিতীয় বলটা নো করেন নবীন। সিকান্দার রাজা থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি মারেন আফগান বোলারকে। 

এর পরে ইয়র্কার দিতে গিয়ে ওয়াইড বল করে বসেন নবীন। আরও চারটি ওয়াইড বল করেন তিনি। এর পরে উইকেটের দিক পরিবর্তন করে বল করতে আসেন নবীন। ঘটনাক্রমে সেটি ফ্রি হিট ছিল। সেই ডেলিভারি বাউন্ডারিতে পাঠান সিকান্দার রাজা।

ওভারের তৃতীয় বলে সিকান্দার রাজাকে আউট করেন নবীন। সেটি ছিল তাঁর ওভারের তৃতীয় বৈধ ডেলিভারি। এর পরে নবীন আরও তিন রান দেন, আরও একটি ওয়াইড বল করেন। নবীনের ওভারেই জিম্বাবোয়ে নেয় ১৯ রান। ফলে তাদের জয়ের সমীকরণ হয়ে দাঁড়ায় ৩৮।

শেষ ২ ওভারে জেতার জন্য জিম্বাবোয়ের দরকার ছিল ১৭ রান। নাভিশ্বাস তোলা ম্যাচে শেষ বলে গিয়ে জয় পায় জিম্বাবোয়ে। আফগানদের ১৪৫ রান তাড়া করছিল জিম্বাবোয়ে। নবীন ম্যাচে তিনটি উইকেট নিলেও দলের হারের জন্য তিনিই কাঠগড়ায়। ২০১৯ সালের পরে আফগানিস্তানের বিরুদ্ধে এটাই প্রথম জয় জিম্বাবোয়ের।