আজকাল ওয়েবডেস্ক: যথাযথ সম্মানের সঙ্গে বিদায় জানানো হয়নি বিরাট কোহলি, রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারাকে। এমনটাই মত, ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রধান নির্বাচক কৃষ্ণামাচারি শ্রীকান্তরে। তাঁর দাবি, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় বিরাট কোহলি, রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারাকে আরও মর্যাদাপূর্ণ বিদায় দেওয়া উচিত ছিল। তিনি বিসিসিআইয়ের সমালোচনা করে বলেন, বোর্ড যথাযথভাবে এই তারকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করেনি এবং সেই কারণেই তাঁদের প্রাপ্য বিদায় মিলেনি। গত মে মাসে হঠাৎ করেই কোহলি ও রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন যা গোটা ক্রিকেটবিশ্বকে চমকে দেয়।

বিশেষ করে তাঁরা ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন বলে আশা করা হচ্ছিল। অস্ট্রেলিয়া সফরের পর বিসিসিআইয়ের নির্দেশে রঞ্জি ম্যাচে অংশ নিলেও, আইপিএলের মাঝেই রোহিত শর্মা হঠাৎ ইনস্টাগ্রামে টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করেন। পাঁচ দিন পর বিরাট কোহলিও একই পথে হাঁটেন। তবে কাউকেই বিদায়ী টেস্ট ম্যাচ দেওয়া হয়নি, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শ্রীকান্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি কেউ দেশের হয়ে ১০০ টেস্ট খেলেন, তবে তিনি নিঃসন্দেহে অসাধারণ ক্রিকেটার। তাঁদের অবশ্যই প্রাপ্য সম্মান ও বিদায় দেওয়া উচিত। কিন্তু বিরাট ও রোহিতের ক্ষেত্রে বড় ধরনের যোগাযোগের অভাব দেখা গিয়েছে। এইভাবে বিদায় দেওয়া একেবারেই ঠিক হয়নি।’

আরও পড়ুন: ডিসেম্বরে শুরু হতে পারে আইএসএল, সেপ্টেম্বরেই সুপার কাপ

তিনি আরও বলেন, ‘বিরাট কোহলির এখনও কমপক্ষে দু’বছর টেস্ট ক্রিকেট খেলার ক্ষমতা ছিল। কিন্তু তাঁর অবসর যেন হঠাৎ করেই হয়ে গেল। তিনি প্রাপ্য সম্মান পাননি। ভারতীয় ক্রিকেটের জন্য এমন ক্রিকেটারকে পাওয়া সহজ নয়।’ ১৪ বছরের টেস্ট কেরিয়ারে কোহলি খেলেছেন ১২৩টি ম্যাচ, করেছেন ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫। তাঁর রয়েছে ৩০টি শতরান ও ৭টি দ্বিশতরান। মাত্র ৭৭০ রানের জন্য ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি তিনি। অন্যদিকে, রোহিত শর্মা খেলেছেন ৬৭টি টেস্ট, করেছেন ৪,৩০১ রান, গড় ৪০.৫৭, রয়েছে ১২টি শতরান। ২০২২ সালের মার্চে তিনি কোহলির জায়গায় টেস্ট অধিনায়ক হন এবং সেই সময়ে ভারতকে ১২টি জয় এনে দেন।

শ্রীকান্ত চেতেশ্বর পুজারার অবসর নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুজারাও প্রাপ্য বিদায়ী টেস্ট পাননি। বোর্ড ও নির্বাচকরা তাঁর সঙ্গে আলোচনা করলে বিষয়টা ভিন্ন হতো। অবশ্যই খেলোয়াড়েরও বুঝতে হবে কখন সরে দাঁড়াতে হবে। যদি পারস্পরিক সহযোগিতা হতো, তবে পূজারাও সম্মানজনক বিদায় পেতেন।’ তবে টেস্ট থেকে অবসর নিলেও ভক্তরা এখনও কোহলি ও রোহিতকে মাঠে দেখতে পাবেন। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁরা খেলবেন। তবে পূজারাকে আর জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না। তিনি শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন।