আজকাল ওয়েবডেস্ক:‌ মেলবোর্ন টেস্টে টস হারলেন রোহিত শর্মা। প্যাট কামিন্স টস জিতে শুরুতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ভারতীয় দলে হয়েছে একটি বড় বদল। শুভমান গিল বাদ পড়লেন প্রথম একাদশ থেকে। পরিবর্তে ভারত খেলাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। সিরিজে এই প্রথম দুই স্পিনারে গেল ভারত। পারথ টেস্টের পর ফের চতুর্থ টেস্টে প্রথম একাদশে এলেন সুন্দর। প্রথম একাদশে থেকে গেলেন এই সিরিজে চমকে দেওয়া নীতীশ কুমার রেড্ডি। 


রোহিত ম্যাচের আগের দিনই ইঙ্গিত দিয়েছিলেন দল দুই স্পিনারে খেলতে পারে। ঠিক সেটাই হল। জাদেজার সঙ্গে থাকলেন সুন্দর। আর অস্ট্রেলিয়ার প্রথম একাদশে হল দুটি বদল। ওপেনার ন্যাথান ম্যাকসুইনির জায়গায় এসেছেন তরুণ ব্যাটার স্যাম কনস্টাস। আর চোট পেয়ে ছিটকে যাওয়া জশ হ্যাজলেউডের জায়গায় এলেন স্কট বোলান্ড। যদিও এডিলেড টেস্ট খেলেছিলেন বোলান্ড।


এদিকে, গিল বাদ পড়ায় তিন নম্বরে কে ব্যাট করবেন তা নিয়ে রইল আগ্রহ। সূত্রের যা খবর, তাতে ওপেনিংয়ে ফিরতে পারেন রোহিত। সেক্ষেত্রে জয়সোয়ালের সঙ্গী হবেন তিনি। আর তিনে যাবেন লোকেশ রাহুল। প্রথম তিনটি টেস্টে ওপেন করেছিলেন রাহুল। আর এডিলেড ও ব্রিসবেনে ছয়ে নামেন রোহিত। কিন্তু রান পাননি। মেলবোর্নে ভারত অধিনায়ককে ফের ওপেনিংয়ে দেখা যেতে পারে। 


সিরিজ আপাতত রয়েছে ১–১। বাকি আর দুটি টেস্টে। মেলবোর্ন ও সিডনিতে জিতলেই ভারত চলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আর অন্তত একটা জিতলে বর্ডার গাভাসকার ট্রফি থাকবে ভারতেরই দখলে। তবে এখন যাবতীয় আগ্রহ বক্সিং ডে টেস্ট ঘিরেই। যেখানে ব্যাটারের বদলে দলে এলেন স্পিনিং অলরাউন্ডার।