আজকাল ওয়েবডেস্ক: আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। সেই তিনিই রনজি ট্রফিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জানিয়ে দিলেন, নির্বাচকরা তাঁকে দলে না রেখে ভুলই করেছেন।
তিনি শ্রেয়স আইয়ার। রনজি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। মুম্বইয়ের হয়ে শ্রেয়স ২৩৩ রান করেন। ২২৮ বল খেলে ২৪টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল শ্রেয়সের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই শ্রেয়স আইয়ারের প্রথম দ্বিশতরান। ২০১৭-১৮ বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়স।
আইপিএল নিলামের আগে এই ডাবল সেঞ্চুরি শ্রেয়সের দাম বাড়াবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। কলকাতা নাইট রাইডার্স রিটেন করেনি গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। সেই নিরিখে দেখলে নাইট মযানেজমেন্টকেও জবাব দিলেন শ্রেয়স। তাঁর নেতৃত্বেই গতবার আইপিএল খেতাব জিতেছিল কলকাতা।
এদিকে রনজিতে শ্রেয়স আইয়ার ছাড়াও মুম্বইয়ের হয়ে সেঞ্চুরি করেন সিদ্ধেশ লাড (১৬৯)। ওপেন করতে নেমে অঙ্গকৃষ রঘুবংশী ৯২ রান করেন। সূর্যাংশ শেজ ৭৯ রানে অপরাজিত থেকে যান। মুম্বই ৪ উইকেট হারিয়ে ৬০২ রানে ইনিংসের সমাপ্তি ঘোষমা করে। ব্যাট করতে নেমে দিনের শেষে ওড়িশার রান ৫ উইকেটে ১৪৬ রান।
