আজকাল ওয়েবডেস্ক: ইউরোপে ফিরছেন লিওনেল মেসি? জল্পনা তুঙ্গে। ২০২৬ সালেই ফুটবল বিশ্বকাপ। মেসির অধিনায়কত্বে ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আগামী বিশ্বকাপেও তাঁকে ধরেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
সূত্রের খবর এই পরিস্থিতিতে ইন্টার মায়ামি ছেড়ে মেসি ফের ইউরোপে ফিরতে পারেন। কোন দল তা এখনও নিশ্চিত নয়। জানা যাচ্ছে, বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালভাবে করতেই মেসি ইউরোপের কোনও ক্লাবে ফিরতে চাইছেন। কিছুদিন আগেই মেসির প্রাক্তন সতীর্থ ও বার্সেলোনার প্রাক্তন ফুটবলার সেস ফাব্রেগাসের বাড়িতে দেখা গিয়েছিল মেসিকে। এরপরেই মেসির ইউরোপের ক্লাবে ফেরার জল্পনা আরও বেড়েছে। এই মুহূর্তে ইতালির ক্লাব কোমোর ম্যানেজার মেসির প্রাক্তন সতীর্থ ফাব্রেগাস। সূত্রের খবর, সিরি এ তে ফিরতে পারেন মেসি। ইতালির ক্লাবে কোনওদিন খেলেননি আর্জেন্টাইন তারকা। যদিও ফাব্রেগাস দাবি করেছেন, মেসি একেবারে ব্যক্তিগত কারণেই তাঁর বাড়ি এসেছিলেন। এর সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। ফাব্রেগাস বলেছেন, ‘ছুটিতে আমার বাড়িতে এসেছিল লিও। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করেছে। আমরা ফুটবলাররা, তাদের স্ত্রী ও সন্তানরা একে অপরের বন্ধু। আর মেসি তো এখন আমেরিকায় খেলছে।’ যদিও একটা কথা ফাব্রেগাস বলেছেন। তা হল ‘কোনও কিছুই নিশ্চিত নয়।’
এটা ঘটনা কোমো সদ্য সিরি এ তে উঠেছে। নতুন করে দল সাজাচ্ছে দলটি। ইতিমধ্যেই স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার সঙ্গে তারা যোগাযোগ করেছে। ফাব্রেগাসের কথায়, ‘অনেক ফুটবলারের সঙ্গেই কথাবার্তা চলছে। তবে কোনওকিছুই চূড়ান্ত নয়।’
আরও পড়ুন: জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচেও তুললেন ঝড়, বিদায়বেলায় কী বললেন রাসেল জানুন ...
চলতি মেজর লিগ সকারে মেসি এখনও অবধি ১৬ ম্যাচ খেলেছেন। ১৫ গোল করেছেন। অ্যাসিস্ট ছয়। অর্থাৎ ছন্দেই আছেন মেসি। তবে ক্লাব বিশ্বকাপে পারফরম্যান্স ভাল হয়নি। যদিও মেসি এখনও ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেননি। তবে সূত্রের খবর, আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে আরও ভাল প্রস্তুতির জন্য ইউরোপের কোনও ক্লাবে যেতেই পারেন মেসি।
এদিকে, কিছুদিন আগেই জানা গিয়েছিল ইন্টার মায়ামি আরও এক বছর চুক্তি বাড়াতে চায় মেসির সঙ্গে। সেই মতো নাকি ইতিমধ্যেই চুক্তিপত্র পাঠানো হয়ে গেছে। বেকহ্যামের দলের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। তাই এখনই তাঁকে ছাড়ার কোনও পরিকল্পনা নেই মেজর লিগ সকারের এই দলের। ২০২৩ সালে ২.৫ বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন মেসি।
এটা ঘটনা, ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। বিশ্ব ফুটবলের এত বড় প্রতিযোগিতার আগে মেসির মতো খেলোয়াড়কে তাদের দেশ ছাড়া করতে নারাজ মেজর লিগ সকার কর্তৃপক্ষও। ফুটবলের রাজপুত্রকে সামনে রেখেই আমেরিকায় বিশ্বকাপের প্রচার চালানোর ভাবনা রয়েছে তাদের। কিছুদিন আগেই এক রিপোর্টে বলা হয়েছিল, ইন্টার মায়ামির সঙ্গে আরও এক বছরের চুক্তি সই করতে চলেছেন মেসি। তবে চুক্তিতে একটা শর্ত থাকতে পারে, যা তাঁকে ইউরোপে খেলার ছাড়পত্র দিতে পারে। মেসি ২০২৫ এর শেষ থেকে ২০২৬ এর মাঝামাঝি সময় পর্যন্ত ইউরোপে খেলতে পারবেন। আর এরপরেই প্রকাশ্যে এল মেসির ইউরোপ যাওয়ার কাহিনি।
