আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টে চাপে ভারত। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তুলে ফেলেছে ৩১১ রান। পড়েছে ৬ উইকেট। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ টস হেরে যান রোহিত শর্মা। কামিন্স টস জিতে শুরুতে ব্যাটিং করা নিয়ে দ্বিতীয়বার আর ভাবেননি।
দারুণ শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রথম উইকেটে ওঠে ৮৯ রান। অভিষেককারী স্যাম কনস্টান্স ঝড় তোলেন ৬৫ বলে ৬০ রানের ইনিংসে। রয়েছে ৬টি চার ও দুটি ছয়। উইকেট না পড়ায় বিরক্তি বাড়ছিল রোহিতের। তিনি সতীর্থদের উপর চিৎকার চেঁচামেচি করছিলেন। সেরকমই একবার মাইক্রোফোনে রোহিতের গলা শোনা যায়। তিনি জাদেজার বোলিংয়ের সময় সিলি পয়েন্টে দাঁড়ানো যশস্বী জয়সোয়ালের উদ্দেশে বলছেন, ‘আরে জাইসু, গালি ক্রিকেট খেলছিস নাকি। বসে থাক নিচে। যতক্ষণ না বল আসছে, ততক্ষণ উঠিস না।’
প্রসঙ্গত, ব্যাটার বল খেলার আগেই যশস্বী মেরেছিলেন লাফ। ভারতীয় অধিনায়ক যা দেখে রীতিমতো বিরক্ত হন। এরপরই রোহিত বিরক্তির সঙ্গে বলে ওঠেন, ‘গলি ক্রিকেট খেলছিস নাকি।’ আসলে উইকেট না পড়ায় বিরক্ত হয়ে পড়েছিলেন রোহিত। চাপ বাড়ছিল।
এমনকী বিরাট ও সিরাজের কথোপকথনও মাইক্রোফোনে ধরা পড়েছে। লাবুসেনের সঙ্গে হালকা স্লেজিং চলছিল সিরাজের। যা দেখে বিরাট বলে ওঠেন, ‘হেঁসে কথা বলিস না ওঁনার সঙ্গে।’ কথাটি হিন্দিতে বলেছিলেন বিরাট। যা বোঝার কথা নয় লাবুসেনের। যদিও এই দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
