আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘদিন রানের মধ্যে ছিলেন না। সমালোচিত হচ্ছিলেন। অবশেষে কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে ফেললেন রোহিত শর্মা। ৯০ বলে দুরন্ত ১১৯ রানের ইনিংস। যার মধ্যে ১২টি চার ও সাতটি ছক্কা রয়েছে। এটি তাঁর একদিনের আন্তর্জাতিকে ৩২ তম শতরান।


রোহিতের দুরন্ত ইনিংসের সৌজন্যে ভারত ম্যাচটি চার উইকেটে জিতে নিয়েছে। ম্যাচ সেরা হয়েছেন তিনি। আর এই দুরন্ত ইনিংসের পর রোহিতের স্ত্রী ঋতিকা সচদেব দিয়েছেন বার্তা। ইনস্টাগ্রামে ঋতিকা রোহিতের শতরানের মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‌একদম সরাসরি হিট।’‌


এটা ঘটনা বর্ডার গাভাসকার ট্রফি থেকেই রোহিত রানের মধ্যে ছিলেন না। সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও রান পাননি। অবশেষে দ্বিতীয় ম্যাচে শতরান করলেন। এর আগে একদিনের আন্তর্জাতিকে রোহিত শেষ শতরান করেছিলেন সেই ২০২৩ বিশ্বকাপে। অর্থাৎ এক বছরেরও বেশি সময় পর একদিনের ক্রিকেটে এল শতরান। যদিও রানে ফেরার পর রোহিত ছিলেন নির্বিকার।


এদিকে রোহিত রানে ফিরলেও বিরাট কটকে রান পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে আর একটিই ম্যাচ পাবে ভারত। বুধবার বিরাটের ব্যাটে রান চাইছে গোটা দেশ।