আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড চিন্নাস্বামীতে! অন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পরে ব্যাট করতে নামে কিউয়িরা। বুমরাহর চারটি বলের পরেই আম্পায়ার পর্যাপ্ত আলোর অভাবে খেলা বন্ধ রাখেন। সেই সময়ে চিন্নাস্বামীর বাতিস্তম্ভের আলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রোহিত এবং বিরাট দু'জনেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন। দুই তারকাই আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন যে আলো রয়েছে, তাতে খেলা সম্ভব।
কিন্তু অন ফিল্ড আম্পায়াররা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। আরও একবার আলো পরিমাপ করেন। তার পরে খেলা বন্ধের নির্দেশ দেন। দৃশ্যতই হতাশ দেখায় রোহিত শর্মাকে। পরে তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যাচ রেফারি ডেভিড বুনকে। রোহিত শর্মা আসলে চাইছিলেন কয়েক ওভার বল করে উইকেট তুলে নিতে। অবশ্য আম্পায়াররা খেলা বন্ধের নির্দেশ দেওয়ার কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয় চিন্নাস্বামীতে। কিছুক্ষণ পরে চতুর্থ দিনের খেলা শেষ করে দেওয়া হয়।
যাবতীয় নজর এখন পঞ্চম দিনে। কিউয়িরা এদিন চারটে বল খেললেও রান করতে পারেনি। পঞ্চম দিনের সকালে প্রথম থেকে শুরু করতে হবে নিউ জিল্যান্ডকে। ভারত অবশ্য হারের কিনারায় দাঁড়িয়ে। একমাত্র বৃষ্টি প্রথম টেস্টে বাঁচাতে পারে ভারতকে।
