আজকাল ওয়েবডেস্ক: পিঙ্ক বল টেস্টে টস জিতল ভারত। আর জিতে শুরুতে নিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এডিলেড টেস্টে ভারতীয় দলে হয়েছে তিনটি পরিবর্তন। দলে ফিরলেন রোহিত শর্মা, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বিন। পারথ টেস্টের দল থেকে বাদ পড়লেন দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুড়েল ও ওয়াশিংটন সুন্দর।
 
 রোহিত ও গিল ফেরায় পাডিক্কাল ও জুড়েল যে বাদ পড়বেন এটা প্রত্যাশিত ছিল। কিন্তু সুন্দর কেন বাদ তা বোঝা গেল না। পারথ টেস্টে ব্যাট হাতে ভালই খেলেছিলেন। বলও খারাপ করেননি। তবুও পিঙ্ক বল টেস্টে ম্যানেজমেন্ট ভরসা রাখল বহু যুদ্ধের নায়ক অশ্বিনের উপরেই।
 
 এদিকে, অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন হয়েছে। চোট পাওয়া হ্যাজলেউডের জায়গায় প্রথম একাদশে এলেন পেসার স্কট বোলান্ড। 
 
 ব্যক্তিগত কারণে পারথ টেস্ট খেলতে পারেননি রোহিত। স্ত্রী ঋতিকা সন্তানের জন্ম দেওয়ায় তিনি দেশে ছিলেন। আঙুলে চোটের জন্য পারথে ছিলেন না গিলও। কিন্তু দু’জনেই এবার দলে ফিরলেন। রোহিত প্রত্যাশিতভাবে ফিরলেন অধিনায়ক হিসেবেই।
 
 পারথ টেস্টে ২৯৫ রানে জয় ভারতকে আত্মবিশ্বাস জুগিয়েছে। প্রথম ইনিংসে ব্যাটিং ভেঙে পড়লেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করেছেন ব্যাটাররা। বোলাররা দুই ইনিংসেই ছিলেন দুর্দান্ত। কিন্তু দিন রাতের টেস্টে এবার অন্য লড়াই। প্রসঙ্গত, এর আগের দিন রাতের টেস্টে ভারত এডিলেডে ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। এবার শাপমুক্তি ঘটবে। 
