আজকাল ওয়েবডেস্ক: পিচের চরিত্র বুঝতেই পারিনি। সহজ সরল স্বীকারোক্তি ভারত অধিনায়ক রোহিত শর্মার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি ঘটে। ৪৬ রানে শেষ হয়ে যায় ভারত। আকাশ ছিল মেঘলা, প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে গিয়েছে খেলা, স্যাঁতস্যেঁতে পিচে পেস বোলাররাই সাহায্য পান। টস জিতে প্রথমে বোলিং করাই উচিত ছিল। কিন্তু রোহিত নেন ব্যাটিং। ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয় তাঁকে। তাঁর দলকে। দ্বিতীয় দিনের শেষে ভারত অধিনায়ক নিজের ভুল স্বীকার করে নিয়ে বলেন, ''আমরা ভেবেছিলাম পিচে যখন ঘাস নেই, তখন প্রথম দু' সেশনে পিচ তার ইচ্ছামতো আচরণ করবে। তার পরে খেলা যত গড়াবে পিচের চরিত্রও বদলাবে। দেশের মাটিতে খেললে প্রথম সেশনটা খুব কঠিন হয়ে থাকে। এর পরে স্পিনাররা তাদের দক্ষতা দেখায়। কুলদীপকে দলে নেওয়ার কারণ পাটা পিচেও ও উইকেট নিয়েছে। পিচের চরিত্র আমরা ঠিক মতো পড়তে পারিনি। আমিও বুঝতে পারিনি।''
ভারত অধিনায়ক আরও বলেন, ''আমরা ৪৬ রানে অল আউট হয়ে গিয়েছি। সিমাররা এই উইকেটে সাহায্য পেয়েছে। এই ধরনের উইকেটে আমরা আগে সাফল্য পেয়েছি। ব্যাটাররাও পরিকল্পনা করেই খেলতে নামে। একেকটা দিন কোনও পরিকল্পনাই খাটে না। আজকে আমাদের দিনটা খারাপ গিয়েছে।''
বাংলাদেশের বিরুদ্ধে অনায়াসে টেস্ট সিরিজ জিতে নিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের শুরুতেই কিন্তু ম্যাচের রাশ আলগা হয়ে গেল ভারতের হাত থেকে। এই ম্যাচে ফিরে আসতে হলে ভারতকে প্রবল লড়াই করতে হবে। টেস্টের বাকি তিনদিন কী হয়, সেটাই এখন দেখার।
