আজকাল ওয়েবডেস্ক: গতবারের নিলামে মিচেল স্টার্কের দাম উঠেছিল আকাশছোঁয়া। সব চেয়ে দামি ছিলেন অজি বোলার। এবার তাঁকেও ছাপিয়ে যাবেন এক ভারতীয়। তিনি ঋষভ পন্থ। দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া এই ভবিষ্যদ্বাণীই করেছেন তাঁর ইউটিউব চ্যানেলে। 

এগিয়ে আসছে আইপিএলের মেগা নিলাম। সেখানে সব চেয়ে বেশি দর উঠবে পন্থের। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলছেন, ''আমি আবারও বলছি ঋষভ পন্থের কথা। আইপিএলের ইতিহাসে সব চেয়ে দামি ক্রিকেটার হতে চলেছে ঋষভ পন্থ।'' 

মেগা নিলামে কত দাম উঠতে পারে পন্থের? আকাশ চোপড়া মনে করেন, ২৫-২৬ কোটির বেশি দাম উঠতে পারে পন্থের। বাসিত আলির মতো প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মনে করেন পন্থের দাম পঞ্চাশ কোটি হওয়া উচিত। 

নিলামের আগে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে পন্থকে। ন' বছরের সম্পর্ক শেষ হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তাঁর পরে ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থ নিজের নামের প্রতি সুবিচার করেন। তার পর থেকেই ভক্তরা মনে করছেন আইপিএলের মেগা নিলামে পন্থকে নেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। তাঁর দরও উঠবে অনেক। হয়তো সব চেয়ে দামি ক্রিকেটারই হতে চলেছেন দেশের তারকা উইকেট কিপার। 

আকাশ চোপড়া মনে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলো পন্থকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে। আকাশ চোপড়া বলছেন, ''আমি তিনটি ফ্র্যাঞ্চাইজিকে দেখতে পাচ্ছি যারা পন্থকে দলে টানার জন্য ঝাঁপাবে। পাঞ্জাব কিংসের হাতে রয়েছে ১১০ কোটি টাকা। আরসিবি-র হাতে রয়েছে ৮৩ কোটি টাকা। ওরা নিজেদের মধ্যে লড়বে। অনেক টাকা খরচ হবে।''