আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজে ভারত-বাংলাদেশ মুখোমুখি মানে কিছু না কিছু ঘটবেই। চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিনই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন ঋষভ পন্থ ও লিটন দাস।

বাংলাদেশ টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। টিম ইন্ডিয়ার ইনিংসের ১৬-তম ওভারের ঘটনা। যশস্বী জয়সওয়াল গালিতে বল ঠেলেছিলেন। রান নেওয়ার জন্য পন্থ আগ্রহী ছিলেন। কিন্তু তাঁকে ফেরত পাঠান যশস্বী।

এদিকে এক বাংলাদেশি ফিল্ডারের ছোড়া বল পন্থের প্যাডে লেগে মিড অনে যায়। সুযোগের সদ্ব্যবহার করেন পন্থ। তিনি রান নেন। এটাই পছন্দ হয়নি বাংলাদেশের উইকেট কিপার লিটন দাসের। ওভারথ্রো থেকে কেন রান নিলেন পন্থ, ভারতের উইকেট কিপার-ব্যাটারের কাছে জানতে চান লিটন। পন্থ বলেন, ''আমাকে মারছ কেন? ও কী করল, সেটাও তো দেখো!''

পন্থের কথায় মোটেও খুশি হতে পারেননি লিটন। তিনি বলেন, ''উইকেটের সামনে দাঁড়ালে বল তো শরীরে লাগবেই।'' 

৬৩২ দিন পরে লাল বলের ফরম্যাটে ফিরলেন পন্থ। প্রবল চাপের মুখে তিনি যশস্বীর সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজ করেন। হাসান মাহমুদের বলে ৩৯ রানে পন্থ ফেরেন লিটনের হাতে ক্যাচ দিয়ে। আউট হওয়ার পরে হতাশ হয়ে পড়েন তিনি। ব্যাট ছুড়তে দেখা যায় তাকে। 

২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন পন্থ। তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তাঁর ভক্তদের চিন্তা দূর করে পন্থ আবার ফিরেছেন ক্রিকেট মাঠে।

ঘটনাক্রমে গাড়ি দুর্ঘটনার আগে এই বাংলাদেশের বিরুদ্ধেই শেষ বার টেস্ট ম্যাচে নেমেছিলেন তিনি। বাংলার বাঘেদের বিরুদ্ধেই প্রত্যাবর্তন ঘটল পন্থের। ব্যাট করতে নেমে আবার ঝামেলায় জড়িয়ে পড়লেন লিটনের সঙ্গেও।