আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ লিগ শিল্ডের দিকে এগিয়ে যাচ্ছে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা গোয়া ও বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট পার্থক্য আট। শুক্রবার জামশেদপুর ম্যাচ জিতলেই বাকিদের থেকে দূরত্ব আরও বেড়ে যাবে। তারপর ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারাতে পারলেই আংশিক ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মোহনবাগান। সেই লক্ষ্য মাথায় নিয়েই টাটার শহরে নামবে সবুজ মেরুন ব্রিগেড। লিগ টেবিলে আরও এগিয়ে যাওয়াই টার্গেট জেসন কামিন্সের। খালেদ জামিলের দল ছন্দে থাকলেও, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অজি বিশ্বকাপার। কামিন্স বলেন, 'জামশেদপুর ভাল ফর্মে আছে। আমাদের ওদের ডেরায় খেলতে হবে। তবে এই ম্যাচকে আমরা বাকি ম্যাচের মতোই নিতে চাই। আমাদের মরশুম ভাল যাচ্ছে। আমরা টেবিলে আরও এগিয়ে যেতে চাই।'
ডার্বি জিতলেও সেরা ছন্দে ছিল না সবুজ মেরুন ব্রিগেড। ম্রিয়মাণ ফুটবল হয়। তবে একাধিক মিস না হলে গোল সংখ্যা আরও বাড়তে পারত। যদিও সেই নিয়ে কোনও আফশোস বা চিন্তা নেই কামিন্সের। ইতিবাচক দিকটাই তুলে ধরতে চান। কামিন্স বলেন, 'আমরা এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। আমরা জিতেছি। ক্লিনশিট রেখেছি। এটাই ইতিবাচক দিক। আমরা জানি আমাদের আরও ভাল খেলার ক্ষমতা আছে। সেটার চেষ্টা করতে হবে। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। আমরা আত্মবিশ্বাসী। সুযোগ তৈরি হলে, আমরা গোল পাবই।'
ডার্বি জিতলেও তাঁদের কৃতিত্ব খাটো করা হচ্ছে। বলা হচ্ছে, রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান। এই অভিযোগ শুনেই অসন্তুষ্ট হলেন কামিন্স। মাথা নেড়ে জানিয়ে দিলেন, এই অভিযোগ ভিত্তিহীন। পাল্টা প্রশ্ন, রেফারি কি আমাদের হয়ে ক্লিনশিট রাখছে? এই প্রসঙ্গে কামিন্স বলেন, 'রেফারিও মানুষ। ওদের কাজটা কঠিন। ওদেরও ভুল হতে পারে। সেটা আমাদের বিরুদ্ধেও যেতে পারে, আবার পক্ষেও। তবে আমরা একটানা ভাল খেলছি। গোল করছি। গোল খাচ্ছি না। রেফারি কি আমাদের হয়ে ক্লিনশিট রাখছে?' ময়দানি মিথ বলে, ডার্বির পরের ম্যাচে হোঁচট খাওয়ার একাধিক নজির রয়েছে। তবে এই বিষয়ে কোনও ধারণা নেই তারকা ফুটবলারের। একমাত্র ফোকাস পরের ম্যাচ। প্রথম একাদশে সুযোগ পাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই চার তারকার মধ্যে। কঠিন প্রতিযোগিতা। কামিন্স জানালেন, দলের জয়ই আসল। তাঁরা একে অপরের সাফল্যে খুশি। টানা জয়ে 'ফিল গুড' পরিবেশ সবুজ মেরুন ড্রেসিংরুমে।
