আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স তারকা রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কা তাঁর কেয়িরারের সামনে ফেলে দিয়েছিল প্রশ্নচিহ্ন।
কিন্তু আইপিএলেই তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে চমকে দিয়েছেন। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে তিনি আবার এবারের চ্যাম্পিয়নও বটে।
সেই যশ দয়াল এবার বড় সড় বিপদে। তাঁর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন এক মহিলা। বাঁ হাতি পেসারের বিরুদ্ধে অভিযোগ তিনি এক মহিলার সঙ্গে গত পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন। সেই মহিলার সঙ্গে নিজের পরিবারের সদস্যদেরও পরিচয় করিয়ে দিয়েছেন যশ এবং এমনভাবে তিনি ব্যবহার করেন, যাতে সেই অভিযোগকারিণীর মনে হয়েছে নামী ক্রিকেটার তাঁর স্বামী। এই সম্পর্কে থাকাকালীন অবস্থায় যশ দয়াল সেই অভিযোগকারিণীকে মানসিক, শারীরিক ভাবে হেনস্থা করেছেন। সেই মহিলা অভিযোগ করেছেন, যশ তাঁর কাছ থেকে টাকাও নিয়েছেন।
এখানেই শেষ নয়, যশ দয়ালের বিরুদ্ধে আরও অভিযোগ তিনি নাকি একই কাণ্ড করেছেন একাধিক মহিলার সঙ্গে। সেই অভিযোগকারিণী ১৪ জুন মহিলাদের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়ে তাঁর অভিযোগ গৃহীত হয়নি। বাধ্য হয়ে সেই মহিলা মুখ্যমন্ত্রীর অফিসের মাধ্যমে ন্যায়বিচার চেয়েছেন।
আরসিবি-র তারকা পেসার খেলার মাঠে বিস্ফোরক ব্যাটসম্যানদের ইয়র্কার দিয়ে শান্ত করে রাখেন। এবার নিজেই তিনি বিপন্ন।
