আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। আর এরপরই সূচি নিয়ে ক্ষোভের কথা জানালেন প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা। তাঁর দাবি, সূচিতে ষড়যন্ত্র করা হয়েছে পাকিস্তানের সঙ্গে। আর তার ফলেই পাকিস্তান নাকি ছিটকে গেছে। 


রামিজের কথায়, ‘‌পাকিস্তান এই সূচি মেনে নিল কেন?‌ শুরুতেই শক্তিশালী নিউজিল্যান্ড। তারপর ভারত। বরং প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে খেললে ভাল হত। যদিও বাংলাদেশও ভাল দল। তাহলে তুল্যমূল্য লড়াই হত। পাকিস্তান এত তাড়াতাড়ি ছিটকে যেত না।’‌


রামিজের দাবি, প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলা হলে গ্রুপের সব দলই একটা চাপের মধ্যে থাকত। কিন্তু নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুবিধা পেয়ে গেল। আর চাপে পড়ে গেল বাবররা। ভারতের কাছে হারতেই সব শেষ। রামিজের দাবি, ‘‌প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেন খেলল পাকিস্তান?‌ বরং বাংলাদেশ বা ভারতের সঙ্গে খেললে ভাল হত। সেটা হলে সব দলই চাপের মধ্যে থাকত।’‌ 


তবে বিরাটের ইনিংসের প্রশংসা করেছেন রামিজ। বলেছেন, ‘‌ঠান্ডা মাথায় আক্রমণ করেছে বিরাট। পেসারদের সুন্দর সামলেছে। একেবারে কমপ্লিট ক্রিকেটার। চ্যালেঞ্জ নিয়ে খেলেছে। প্রত্যেক বোলারকে আত্মবিশ্বাসের সঙ্গে সামলেছে ও জায়গা দেয়নি।’‌