আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে কানপুরে রয়েছে অস্ট্রেলিয়া এ দল। ভারতীয় এ দলের বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচ খেলছে তাঁরা। সেখানকার হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অস্ট্রেলিয়া দলের চারজন ক্রিকেটার। তারমধ্যে খাদ্যে বিষক্রিয়ার জন্য হাসপাতালে ভর্তি হতে হয় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার হেনরি থর্নটন। কিন্তু হোটেলকে দোষারোপ করতে চান না বোর্ডের কর্তারা। দায় নিজেদের ঘাড়ে নিলেন না বিসিসিআইয়ের সহ সভাপতি। রাজীব শুক্লা বলেন, 'যদি খাবার নিয়ে কোনও সমস্যা থাকত, সব প্লেয়ার, এমনকী ভারতীয়রাও অসুস্থ হয়ে পড়ত। হয়তো অন্য কোনও কারণে হয়েছে। এখানকার অন্যতম ভাল হোটেলের খাবার ওরা খায়। সবাই একই খাবার খাচ্ছে। অনেকেই যখন অসুস্থ হয়েছে, কোনও না কোনও সংক্রমণ অবশ্যই হয়েছে। আমরা সেটার ব্যবস্থা করার চেষ্টা করছি। এই সমস্যা হয়েছে কারণ এখানে বিশেষ হোটেল নেই। পাঁচতারা হোটেলে অন্তত ৩০০ ঘর থাকা উচিত। কিন্তু সেটা নেই। কোনও আন্তর্জাতিক বিমানবন্দর নেই যা ২৪ ঘণ্টা চলে। ব্যবস্থাপনা আরও একটু ভাল হলে এই সমস্যা হত না।'
তিন ম্যাচের সিরিজ ২-১ এ জেতে ভারত। ৬৮ বলে ১০২ রান করেন প্রভসিমরন সিং। অর্ধশতরান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং রিয়ান পরাগ। রবিবার কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে দুই উইকেটে জেতে ভারত। প্রথমে ব্যাট নিয়ে শুরুতে বিপর্যয়ের মুখে পড়লেও দ্রুত ছন্দে ফিরে ৪৯.১ ওভারে ৩১৬ রান তোলে অস্ট্রেলিয়া। ৭৫ বলে ৮৭ রান করেন জ্যাক এডওয়ার্ডস। জবাবে শুরুটা দারুণ করে ভারত। ৩৫ ওভার পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ২৬২। তারপর মাত্র ৫৭ বলে পাঁচ উইকেট হারায়। একটা সময় ৮ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৩০১। প্রথম ম্যাচ ১৭১ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ ৯ উইকেটে জিতে সমতা ফেরায় অস্ট্রেলিয়া।
