আজকাল ওয়েবডেস্ক: নতুন সভাপতি পেল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্তর্বর্তী সভাপতি হলেন রাজীব শুক্লা। সূত্রের খবর, শুক্রবার রাজীব শুক্লার নাম ঘোষণা করা হয়েছে বোর্ড সভাপতি পদে। চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট হিসাবে রজার বিনির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কারণ তাঁর সত্তর বছর বয়স হয়ে গিয়েছে। লোধা আইন অনুসারে সত্তর বছর হয়ে গেলে কেউ আর বোর্ডের প্রশাসনিক পদে থাকতে পারেন না।
রজার বিনির পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে রাজীব দায়িত্ব নেবেন, একথা আগে থেকেই জানা ছিল। সূত্রের খবর, বুধবার বৈঠকে বসেছিল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল। তারপরই সরকারিভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে রাজীব শুল্কার নাম ঘোষণা করা হয়েছে। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বোর্ডের নির্বাচন হয়। নতুন ক্রীড়া আইন তৈরি হওয়ার পর কবে বিসিসিআইয়ের নির্বাচন হবে, সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে আগামী নির্বাচন পর্যন্ত প্রেসিডেন্টের কুর্সিতে থাকবেন রাজীব শুক্লাই।
আরও পড়ুন: ‘স্ল্যাপগেট’ বিতর্কের অপ্রকাশিত ভিডিও ১৮ বছর পর প্রকাশ্যে আনলেন ললিত মোদি, তারপর যা হল...
এটা ঘটনা, ক্রীড়া বিল আইনে পরিণত হলেও নিয়ম কী হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তার মধ্যেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এক সূত্র মারফত জানা গিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে বোর্ড নির্বাচন চাইছে তারা। মন্ত্রক চায় সেপ্টেম্বরের মধ্যে নিয়ম নির্দিষ্ট হয়ে গেলে ক্রীড়া আইন অনুযায়ীই নির্বাচন করুক বোর্ড। একান্ত তা না হলে আপাতত লোধা আইনে নির্বাচন করা যেতে পারে। কিন্তু ক্রীড়া আইনের নিয়ম ঠিক হয়ে গেলে তখন ফের নির্বাচন করতে হবে। এরপর অনেকেই মনে করছেন, বোর্ড নির্বাচন হয়তো পিছিয়েই যাবে। নিয়মমাফিক তিন মাস নির্বাচন পিছনো যেতে পারে।
তবে এটা ঘটনা, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েই একাধিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে রাজীবের জন্য। তার মধ্যে অন্যতম হল জাতীয় দলের স্পনসর ঠিক করা। ‘বেআইনি’ ঘোষিত হওয়ার পর প্রধান স্পনসরের পদ থেকে সরে দাঁড়িয়েছে ড্রিম ইলেভেন। এশিয়া কাপের আগে ভারতীয় দল নতুন স্পনসর পাবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে বোর্ড সূত্রে খবর, এশিয়া কাপের জন্য তাড়াহুড়ো করে স্বল্প মেয়াদের জন্য স্পনসরশিপ চুক্তিতে আগ্রহী নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং পরবর্তী অন্তত আড়াই বছরের জন্য ভারতীয় দলের স্পনসরের খোঁজ চলছে।
এদিকে, জানা গেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের ভারতীয় দল আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ে মিলিত হবে এশিয়া কাপের প্রস্তুতির জন্য। টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। তবে ক্রিকেটাররা তাদের নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাই পৌঁছবেন বলে জানা গিয়েছে। দলের সকলে একসঙ্গে মুম্বই হয়ে রওনা দিচ্ছেন না। জানা গিয়েছে, লজিস্টিকসের সুবিধা এবং খেলোয়াড়দের যাতায়াতের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘সব ক্রিকেটার ৪ সেপ্টেম্বর সন্ধের মধ্যে দুবাই পৌঁছে যাবে এবং প্রথম নেট সেশন হবে ৫ সেপ্টেম্বর আইসিসি অ্যাকাডেমিতে। লজিস্টিকসের সুবিধার কারণে খেলোয়াড়রা তাদের নিজ শহর থেকে সরাসরি দুবাই ফ্লাইটে আসবেন’।
