আজকাল ওয়েবডেস্ক: রোলা গারোঁয় শেষটা মধুর হল না ক্লে কোর্টের সম্রাটের। প্যারিস হয়তো শেষবারের জন্য দেখে ফেলল রাফায়েল নাদালকে। যে কোর্টে রেকর্ড ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন, ভারতীয় সময় বুধবার মধ্যরাতে সেই রোলা গারোঁতেই অলিম্পিকে পদকের স্বপ্ন জলাঞ্জলি। অবসর নিয়ে এখনও কোনও মন্তব্য না করলেও, ৩৮ বছরের ২২টি গ্র্যান্ডস্লামের মালিককে হয়তো আর এই কোর্টে দেখা যাবে না। একইসঙ্গে শেষ হল স্প্যানিয়ার্ডের অলিম্পিক যাত্রাও। প্যারিস অলিম্পিকে টেনিসে বড় অঘটন। ডবলসে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল-কার্লোস আলকারাজের জুটি। বুধবার অস্টিন ক্রাজিচেক এবং রাজীব রামের মার্কিন জুটির কাছে হারল অলিম্পিকের ফেভারিটরা।‌ স্ট্রেট সেটে হার। ম্যাচের ফলাফল ৬-২, ৬-৪। 

চতুর্থ বাছাইদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেনি স্পেনের তারকা জুটি। ম্যাচের শুরুর দিকে স্বভাব বিরুদ্ধ ভুল করেন রাফা এবং কার্লোস। দ্বিতীয় সেটে আলকারাজের সার্ভিস ভেঙে ৩-৩ করে মার্কিন জুটি। গোটা স্টেডিয়াম স্প্যানিশ জুটির সমর্থনে ছিল। কিন্তু স্নায়ু ধরে রাখেন ক্রাজিচেক এবং রাম। দ্বিতীয় সেটের ফাইনাল গেমের শুরুতে ডবল ফল্ট করেন ক্রাজিচেক। তিনটে ব্রেক পয়েন্ট ছিল নাদালদের। কিন্তু মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেয় মার্কিন জুটি। সেমিফাইনালে টমাস ম্যাচহাচ এবং অ্যাডাম পাভলাসেক জুটির মুখোমুখি হবে তাঁরা। দিনের শুরুতে জীবনের প্রথম অলিম্পিকে রোমান সাফিউলিনকে হারিয়ে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান আলকারাজ। কিন্তু আগের দিন দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নেন নাদাল।