আজকাল ওয়েবডেস্ক: দুই রবিকে নিয়েই চিন্তা নিউজিল্যান্ডের। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড প্রথম টেস্ট। তার আগে রাচীন রবীন্দ্র আলাদা করে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার কথা উল্লেখ করেছেন।
রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা সম্মিলিত ভাবে ৮০০ উইকেট নিয়েছেন। আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই স্পিনারকে সমীহ করে চলেন যে কোনও দলের ব্যাটাররাই। রাচীন রবীন্দ্র আলাদা করে দুই স্পিনারের ধারাবাহিকতার কথা উল্লেখ করেছেন। কিউয়ি এই তারকা বলেছেন, ''নির্দিষ্ট জায়গায় দীর্ঘ সময় ধরে ওরা ধারাবাহিক ভাবে ওরা বল করে যেতে পারে। আমি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার কথা বলছি। ওরা আবার ভাল ব্যাটও করতে পারে। ওদের বিরুদ্ধে খেলা বেশ কঠিন।''
শ্রীলঙ্কার কাছে হেরে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড। অন্যদিকে ভারত আবার টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে দুরমুশ করেছে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন রাচীন রবীন্দ্র। তাছাড়া তিনি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলেছেন। এদেশের পিচ সম্পর্কে তাঁর জ্ঞান বেশ ভাল।
সেই রাচীন রবীন্দ্র বলছেন, ''আমরা নিউ জিল্যান্ডের খেলোয়াড়রা প্রতিপক্ষকে বড় করে দেখি না। খুব একটা গুরুত্বও দিই না। কিন্তু এই ভারতীয় দল সম্পর্কে আমরা জানি। এই দলটার শক্তি ভালমতোই সবার জানা। ফলে ভারত কী করতে পারে, সেটা জেনেই আমরা খেলতে নামছি।''
