আজকাল ওয়েবডেস্ক: সহজ জয় দিয়ে অলিম্পিক শুরু করলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। রবিবার মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের ফতিমাথ মাবাহাকে ২১-৯, ২১-৬ ব্যবধানে হারিয়েছেন সিন্ধু।
মাত্র 29 মিনিটে এদিন ম্যাচ শেষ করে দেন তিনি। সিন্ধুর শক্তিশালী স্ম্যাশের জবাব ছিল না ফতিমাথের কাছে। প্রথম গেম 21-9 ব্যবধানে জিতে নেন সিন্ধু। সময় লাগে মাত্র 13 মিনিট।
দ্বিতীয় গেমেও একচ্ছত্র আধিপত্য ছিল ভারতীয় ব্যাডমিন্টন তারকার। মাত্র ১৪ মিনিটে ২১-৬ ব্যবধানে জিতে নেন দ্বিতীয় গেম। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিন্ধুর মুখোমুখি হবেন এস্টেনিয়ার ক্রিস্টিন কুবার।
মাত্র 29 মিনিটে এদিন ম্যাচ শেষ করে দেন তিনি। সিন্ধুর শক্তিশালী স্ম্যাশের জবাব ছিল না ফতিমাথের কাছে। প্রথম গেম 21-9 ব্যবধানে জিতে নেন সিন্ধু। সময় লাগে মাত্র 13 মিনিট।
দ্বিতীয় গেমেও একচ্ছত্র আধিপত্য ছিল ভারতীয় ব্যাডমিন্টন তারকার। মাত্র ১৪ মিনিটে ২১-৬ ব্যবধানে জিতে নেন দ্বিতীয় গেম। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিন্ধুর মুখোমুখি হবেন এস্টেনিয়ার ক্রিস্টিন কুবার।
