আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে সাফল্য পাননি পিভি সিন্ধু। এবার প্রত্যাবর্তন করতে মরিয়া অলিম্পিকের জোড়া পদকজয়ী। নিজের কোচিং স্টাফে একাধিক পরিবর্তন করছেন। অন্তর্বর্তী কোচ হিসেবে তাঁর দলে যোগ দেবেন দক্ষিণ কোরিয়ার তারকা লি হিউন। অন্তর্বর্তী কোচ হিসেবে তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন লক্ষ্য সেনের প্রাক্তন কোচ অনুপ শ্রীধরও। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এই দু'জন হায়দরাবাদি শাটলারের কোচিং দলে থাকবে। তারমধ্যেই স্থায়ী কোচিং টিমের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন সিন্ধু। অক্টোবরে কোর্টে ফিরছেন ভারতীয় তারকা। পরের মাসে ফিনল্যান্ড ওপেন এবং ডেনমার্ক ওপেনে অংশ নেবেন। হিউন প্রাক্তন একনম্বর তারকা হওয়ার পাশাপাশি প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে সিন্ধুর টিমমেট ছিলেন। প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন। ২০০৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী। এশিয়ান গেমসে জোড়া সোনা রয়েছে কোরিয়ানের। অভিজ্ঞতার সঙ্গে ট্যাকটিক্যাল বোধের জন্যই এই দু'জনকে নিজের কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করেন ভারতের তারকা শাটলার।
সিন্ধু বলেন, 'এমন গুরুত্বপূর্ণ সময় অনুপ এবং লি হিউন আমার টিমে যোগ দেওয়ায় আমি খুশি। অনুপের ভারতীয় ব্যাডমিন্টন নিয়ে চিন্তাভাবনা সবসময় আমাকে প্রভাবিত করেছে। ওর সঙ্গে কাজ করার অপেক্ষায়। লির মতো একজন অভিজ্ঞতা সম্পন্ন তারকাকে পাওয়া সম্মানের। আমি সমসময় ওকে সম্মান করি। কয়েক মাসে ওর থেকে অনেক কিছু শেখার অপেক্ষায়।' চোট সারিয়ে অলিম্পিকে ফিরেছিলেন সিন্ধু। কিন্তু জোটে ব্যর্থতা। শুরুটা ভাল করলেও, সেটা স্থায়ী হয়নি। প্যারিসে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন দু'বারের পদকজয়ী। জানিয়েছিলেন, কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার কোর্টে ফিরবেন। পরের মাস থেকেই আবার স্বমহিমায় দেখা যাবে সিন্ধুকে।
