আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। হায়দরাবাদি কন্যা হারালেন বিশ্বের ৪৬ নম্বর মানামি সুইজুকে। সিন্ধু ২১-১৫,২১-১৩-য় হারালেন জাপানের খেলোয়াড়কে।
৪৬ মিনিটে সিন্ধু ম্যাচ জিতে নেন। চলতে শুরু করলে সিন্ধুকে থামানো কঠিন। দৃষ্টিনন্দন সিন্ধুকে দেখার পরে দর্শকরা করতালি দিয়ে তাঁকে উৎসাহ দেন।
জয়ের পরে সিন্ধুকে বলতে শোনা গিয়েছে, ''আমি খুব খুশি। প্রথমবার ওর বিরুদ্ধে খেলছি। লম্বা র্যালি হয়েছে। একশো শতাংশ দিতে পারায় আমি খুশি। বিশ্রাম নিয়ে পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।'' শুক্রবারই কোয়ার্টার ফাইনালে নামছেন সিন্ধু।
২০২৪ সালের অক্টোবরের পরে পিভি সিন্ধু প্রথমবার কোনও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। দু'বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ও সুপার ৩০০ টুর্নামেন্ট জিতেছেন নভেম্বরে।
বিয়ের পরে দুরন্ত ভাবে ফিরে আসেন সিন্ধু। সিন্ধু খুব সহজেই কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ঠিকই। কিন্তু কোয়ার্টারে তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে আরও কঠিন লড়াই। সিন্ধুর মুখোমুখি ইন্দোনেশিয়ার চতুর্থ বাছাই জর্জিয়া মারিস্কা তুনজুং।
