আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে বড় অঘটন। ইতিহাসের পুনরাবৃত্তি হল না। পদকের হ্যাটট্রিক হল না ভারতীয় ব্যাডমিন্টনের সোনার মেয়ের। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। চীনের হি বিং জিয়াওয়ের কাছে ১৯-২১, ১৪-২১ গেমে হেরে বিদায় নিলেন ভারতীয় তারকা। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় গেমে আত্মসমর্পণ। আগের ম্যাচের চেনা ছন্দে পাওয়া যায়নি সিন্ধুকে। চীনের প্রতিপক্ষের বিরুদ্ধে কিছুটা অস্বস্তিতে দেখায় তাঁকে। দ্বিতীয় গেমে ফিটনেস সমস্যাও ছিল। হি বিংয়ের গতিময় গেমের সঙ্গে এদিন তাল দিতে পারেননি সিন্ধু। আগের দিন দুরন্ত জয়ের পর শেষ ষোলোয় নাস্তানাবুদ হন ভারতীয় শাটলার। অবিশ্বাস্য ব্যাডমিন্টন খেলেন চীনের তারকা। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে তাঁকে হারিয়ে ছিলেন সিন্ধু। কিন্তু এদিন পারলেন না।
প্রথম গেমের বিরতিতে ৮-১১ তে পিছিয়ে ছিলেন সিন্ধু। সেখান থেকে ১২-১২ করেন। দারুণ কোর্ট কভারেজ। সঙ্গে উচ্চতার অ্যাডভান্টেজ নেন। একটা সময় স্কোর ১৪-১৪ ছিল। তারপর ৩ পয়েন্টে পিছিয়ে পড়েন ভারতীয় শাটলার। কিন্তু দারুণভাবে গেমে ফেরেন সিন্ধু। একটা সময় ৫ পয়েন্টে পিছিয়ে থাকার পর ১৯-১৯ করেন। কিন্তু গেম বাঁচাতে পারেননি। লম্বা ব়্যালির পর প্রথম গেম ১৯-২১ এ হারেন সিন্ধু।
দ্বিতীয় গেমের শুরুতেই পিছিয়ে পড়েন। একটা সময় ২-৮ এ পিছিয়ে ছিলেন সিন্ধু। পরপর তিন পয়েন্ট নিয়ে ব্যবধান কমান। কিন্তু অনবদ্য চীনের তারকা। অতি আক্রমনাত্মক ব্যাডমিন্টন খেলেন হি। সিন্ধুর রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বড় ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় গেমের বিরতিতে ৫-১১ তে পিছিয়ে ছিলেন সিন্ধু। ব্রেকের পর ম্যাচে ফেরার চেষ্টা করেন ভারতীয় শাটলার। কিন্তু ১৩-১৯ পয়েন্টে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিল না।
প্রথম গেমের বিরতিতে ৮-১১ তে পিছিয়ে ছিলেন সিন্ধু। সেখান থেকে ১২-১২ করেন। দারুণ কোর্ট কভারেজ। সঙ্গে উচ্চতার অ্যাডভান্টেজ নেন। একটা সময় স্কোর ১৪-১৪ ছিল। তারপর ৩ পয়েন্টে পিছিয়ে পড়েন ভারতীয় শাটলার। কিন্তু দারুণভাবে গেমে ফেরেন সিন্ধু। একটা সময় ৫ পয়েন্টে পিছিয়ে থাকার পর ১৯-১৯ করেন। কিন্তু গেম বাঁচাতে পারেননি। লম্বা ব়্যালির পর প্রথম গেম ১৯-২১ এ হারেন সিন্ধু।
দ্বিতীয় গেমের শুরুতেই পিছিয়ে পড়েন। একটা সময় ২-৮ এ পিছিয়ে ছিলেন সিন্ধু। পরপর তিন পয়েন্ট নিয়ে ব্যবধান কমান। কিন্তু অনবদ্য চীনের তারকা। অতি আক্রমনাত্মক ব্যাডমিন্টন খেলেন হি। সিন্ধুর রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বড় ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় গেমের বিরতিতে ৫-১১ তে পিছিয়ে ছিলেন সিন্ধু। ব্রেকের পর ম্যাচে ফেরার চেষ্টা করেন ভারতীয় শাটলার। কিন্তু ১৩-১৯ পয়েন্টে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিল না।
