আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটার হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল। হাওড়ার রানিহাটিতে লরির ধাক্কায় মৃত্যু হল ১৪ বছরের ইফতিকার মল্লিকের। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আরও দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাতে জাতীয় সড়কে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। রানিহাটি মোড়ে আন্ডারগ্রাউন্ড না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতায় ক্রিকেট প্র্যাকটিস করতে যেতেন ইফতিকার। ছেলেকে বাইকে চাপিয়ে নিয়ে যেতেন হাসান মল্লিক। সেদিনও গিয়েছিলেন। বুধবার রাত ১০টা নাগাদ স্কুটিতে রানিহাটি মোড়ে ফেরেন।  সিগন্যালে অপেক্ষা করছিলেন। সিগন্যালের ভুলে একটি লরি এসে ধাক্কা মারে। ইফতিকারের মাথার উপর দিয়ে চলে যায় লরির চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাবা হাসান মল্লিকের হালকা আঘাত লাগে। পরিবারে খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন। সাহায্যের হাত বাড়ায় এলাকার একটি ক্লাবের সদস্যরা। আহতদের গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু'জনের মৃত্যুর খবর পাওয়া যায়।