আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রর হয়ে প্রথমবার খেলতে নামবেন পৃথ্বী শ। বুচিবাবু টুর্নামেন্টে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে মহারাষ্ট্র। সেই দলে রয়েছেন পৃথ্বী শ। মুম্বইয়ের হয়ে তিনি আর খেলতে চান না। এই মর্মে তিনি আগেই আবেদন করেছিলেন। মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দিলেন পৃথ্বী

গতবছর মুম্বইয়ের হয়ে হতশ্রী পারফরম্যান্স করেন পৃথ্বীফিটনেস এবং শৃঙ্খলা জনিত কারণে তাঁরে বাদ দেওয়া হয়েছিল। অঙ্কিত বাওয়ানের নেতৃত্বে খেলতে হবে পৃথ্বী শ-কে। ওই স্কোয়াডে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ওবুচিবাবু টুর্নামেন্ট শুরু হবে চেন্নাইয়ে। ১৮ আগস্ট থেকে শুরু হবে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে ভারতের দুই ক্লাব, গোয়া ও মোহনবাগানের সম্ভাব্য প্রতিপক্ষ কারা?

কেরিয়ার শুরু করেছিলেন দারুণভাবে। কিন্তু পৃথ্বী শ এখন বিপথগামী। এক সময় ভারতের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসাবে ধরা হত তাঁকে। দেশের হয়ে ১২টা ম্যাচ খেলেছেন। কিন্তু নিজের খেলা ধরে রাখতে পারেননি। বার বার তাঁর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। গত মরসুমে বাদ পড়তে হয়েছে মুম্বইয়ের রঞ্জি দল থেকেও। পৃথ্বীর এমন পরিণতিতে হতাশ রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডপৃথ্বী কী করলে ফিরে আসতে পারেন, তাজানিয়ে দিয়েছেন তিনি।

এক ইন্টারভিউয়ে দীনেশ বলেছেন, ‘পৃথ্বীকে ছোটবেলা থেকে দেখছি। ১০ বছর বয়স ছিল তখন ওর। খুব প্রতিভাবান ক্রিকেটার ছিল। তবে প্রত্যেকের এগোনোর পথ আলাদা। এটা ব্যক্তিগত। ওর সমস্যাটা ঠিক কী, বলতে পারব না। তবে পৃথ্বী এখনও খুব প্রতিভাবান ক্রিকেটারদুর্ভাগ্যজনক ভাবে ভুল পথে হাঁটছে। ওর ক্রিকেটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ রোহিতের ছোটবেলার কোচ মনে করেন চেষ্টা করলে এখনও ক্রিকেটের মূল স্রোতে ফিরতে পারবেন পৃথ্বী। পরামর্শ দিয়ে দীনেশ বলেছেন, ‘পৃথ্বীর মতো এক জন ব্যাটারের উচিত নিজের খেলায় গুরুত্ব দেওয়া। আগে যে ভাবে খেলত, সে ভাবেই ওর খেলা উচিত। আমাদের বেশ কিছু দুর্দান্ত ব্যাটার রয়েছে। উদাহরণ হিসাবে বৈভব সূর্যবংশী, আয়ূষ মাত্রের কথা বলতে পারি। এরা ভবিষ্যতের ক্রিকেটার। একের পর এক ক্রিকেটার তৈরি হচ্ছে। এটাই ভারতীয় ক্রিকেটের শক্তি।’

এটা ঘটনা, প্রথম টেস্টেই শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে নজর কেড়েছিলেন পৃথ্বী। পাঁচটি টেস্ট খেলেছেন। ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ভারতীয় দল থেকে বাদ পড়েন। তার পর ক্রমশ অবনতি হয়েছে তাঁর পারফরম্যান্সেরআইপিএলের গত নিলামে কোনও দল তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নিআনসোল্ড ছিলেন তিনি। এবার বুচিবাবু টুর্নামেন্টে নতুন দলের হয়ে খেলতে দেখা যাবে পৃথ্বী শ-কে। 

আরও পড়ুন: পাকিস্তানের ক্রিকেট এখন সার্কাস, মাঠের ভিতরেই চলল ব্যাট ছোড়াছুড়ি, দেখুন সেই কাণ্ড ...