আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র সরকারের ওপর হতাশা ব্যক্ত করলেন প্যারিস অলিম্পিকে শুটিংয়ে ব্রোঞ্জজয়ী স্বপ্নীল কুসালের বাবা। অলিম্পিকে পদকজয়ী হিসেবে তাঁর ছেলেকে মাত্র ২ কোটি টাকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। স্বপ্নীলের বাবা দাবি করেন, হরিয়ানা সরকার অ্যাথলিটদের অনেক বেশি আর্থিক অনুদান দেয়। প্যারিসে পদক জয়ী শুটারের বাবা জানান, ছেলের পাঁচ কোটি টাকার আর্থিক পুরস্কার এবং পুনের বালেয়াড়ি স্টেডিয়ামের কাছে একটি ফ্ল্যাট পাওয়া উচিত ছিল। কোলাপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুরেশ কুসালে বলেন, 'মহারাষ্ট্র সরকারের নতুন নিময় অনুযায়ী, অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী ২ কোটি টাকা পাবে। মহারাষ্ট্র থেকে দ্বিতীয় শুটার হিসেবে শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে পদক পেয়েছে স্বপ্নীল। এই ক্ষেত্রে কেন এরকম নিয়ম করা হবে? আমাদের সরকার সোনা জয়ীর জন্য ৫ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। রুপো জয়ীর জন্য তিন এবং ব্রোঞ্জ জয়ীর জন্য দুই। এত বছরে মহারাষ্ট্র থেকে শুটিংয়ে যখন মাত্র দু'জন পদক জিতেছে, তাহলে এমন নিয়ম করার প্রয়োজন কী?' 

প্যারিস অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে মোট পাঁচজন পদক জিতেছে। তারমধ্যে চারজন হরিয়ানার, একজন মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের থেকে ছোট রাজ্য হরিয়ানা। কিন্তু অলিম্পিকের পদক জয়ীদের জন্য পুরস্কার মূল্য অনেক বেশি। তিনি দাবি করেন, বেশি আর্থিক পুরস্কার, ফ্ল্যাটের পাশাপাশি ৫০ মিটার থ্রি পজিশন রাইফেল শুটিং এরিনা তাঁর ছেলের নামে হওয়া উচিত। সুরেশ কুসালে বলেন, 'স্বপ্নীলের পাঁচ কোটি পুরস্কার মূল্য, বালেয়াড়ি স্পোর্টস স্টেডিয়ামের কাছাকাছি একটা ফ্ল্যাট পাওয়া উচিত। যাতে প্র্যাকটিসে যাতায়াতের সুবিধা হয়। এছাড়াও রাইফেল শুটিং এরিনা ওর নামে হওয়া উচিত। আমি যদি জানতাম এরকম হবে, তাহলে ওকে অন্য কোনও খেলায় মনোযোগ দিতে বলতাম। স্বপ্নীলের ব্যাকগ্রাউন্ডের জন্য কি পুরস্কার মূল্য কমিয়ে দেওয়া হয়েছে? ও এমএলএ বা মন্ত্রীর ছেলে হলেও কি আর্থিক পুরস্কার একই থাকত?'