আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের ক্রিকেটার সাহিবজাদা ফারহান ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ২০২৫ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করার তাঁর বন্দুক চালানোর সেলিব্রেশন নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।

এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাহোরে ম্যাচ চলাকালীন ফের সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে তীব্র নিন্দা। ঘটনাটি ঘটে বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করার সময়।

দর্শকরা যখন স্ট্যান্ড থেকে ভারতীয় তারকা জসপ্রীত বুমরাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দিতে শুরু করেন, তখন ফারহানকে তাতে হাততালি দিতে দেখা যায়।

মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়, আর নেটিজেনদের ক্ষোভে ফেটে পড়ে সামাজিক মাধ্যম। অনেকে প্রশ্ন তুলেছেন, দেশের প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড় কীভাবে এমন আচরণকে উৎসাহিত করতে পারেন?

এশিয়া কাপে বিতর্কিত বন্দুক চালানোর সেলিব্রেশনের পর এই নিয়ে দ্বিতীয়বার বিতর্কের মুখে পড়লেন ফারহান।

অনেকেই দাবি করছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত এমন অশালীন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদিকে ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ফের দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন।

টি–টোয়েন্টি ক্রিকেটে এক বছর পর প্রত্যাবর্তন করে তিনি ৪৬ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে চার উইকেটে জিতিয়ে দেন।

এই জয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। প্রোটিয়ারা প্রথম ম্যাচে ৫৫ রানে জিতলেও, লাহোরে টানা দুটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান দল।

প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ম্যাচে ১১ রানে অপরাজিত থেকে বাবর আজম ভাঙেন রোহিত শর্মার টি–টোয়েন্টিতে সর্বাধিক রান করার রেকর্ড।

যদিও সিরিজ জয়ের আনন্দের মধ্যেই সাহিবজাদা ফারহানের আচরণ নিয়ে পাকিস্তানি ক্রিকেট আবারও নিন্দার মুখে পড়েছে। অনেকেই বলছেন, ‘মাঠে জয় এসেছে ঠিকই, কিন্তু খেলার স্পিরিট হারিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, চলতি সিরিজে রেকর্ড গড়েছেন বাবর। রান সংগ্রহের দিক থেকে তিনি সবার উপরে। টি-টোয়েন্টি ফরম্যাটে বাবর আজম ১০৩ ইনিংস  ব্যাট করে ৩টি সেঞ্চুরি আর ৩৬টি অর্ধ শতরানে ৪,২৩৪ রান করেন।

তিনি ছাপিয়ে যান রোহিতকেও। শুক্রবার লাহোরে অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৯ রান করতেই হিটম্যানকে টপকে বাবর হয়ে যান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।

প্রোটিয়া-ব্রিগেডকে হারায় পাকিস্তান। বাবর করেন অপরাজিত ১১ রান। পরিবর্তিত পরিস্থিতিতে বাবর আজমের পরেই রয়েছেন রোহিত। ভারতের তারকার ঝুলিতে ৪, ২৩১ রান।

তৃতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয়। বিরাট কোহলির সংগ্রহে ৪, ১৮৮ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে  ফেরার জন্য বাবর আজমকে পরামর্শ দিয়েছিলেন কোচ মাইক হেসন।

স্ট্রাইক রেট উন্নতি করার কথা বলেছিলেন পাক কোচ। কিন্তু বাবর আজম স্ট্রাইক রেটের বিশেষ কোনও উন্নতি না ঘটিয়েও দলে ডাক পান। টপ অর্ডারে বাকিদের ব্যর্থতার জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাকা হয় বাবর আজমকে।