আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রিজওয়ানরা বিদায় নিতেই গোটা পাকিস্তান জুড়ে সমালোচনা শুরু হয়ে গেছে। ক্রিকেটার, নির্বাচক থেকে শুরু করে পাক ক্রিকেট বোর্ডের কর্তারাও সমালোচিত হচ্ছেন। 


এখন শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই সরিয়ে দেওয়া হবে কোচ আকিব জাভেদ সহ গোটা সাপোর্ট স্টাফকে। 


এরই মধ্যে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। পাক নির্বাচকদের নাকি ঘরোয়া ক্রিকেট খেলারও অভিজ্ঞতা নেই। একটি অনুষ্ঠানে হাজির ছিলেন আক্রাম, অজয় জাদেজা ও নিখিল চোপড়া। সেই অনুষ্ঠানেই অজয় জাদেজা জিজ্ঞাসা করেন ওয়াসিম আক্রামকে। জানতে চায় ‘‌আপনাদের দেশে নির্বাচকদের তো ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতাও নেই।’‌ এরপর নিখিল চোপড়া বলেন, ‘‌অন্তত কয়েকটা ঘরোয়া ম্যাচ খেলার অভিজ্ঞতা নির্বাচকদের থাকা উচিত।’‌ জাদেজা এরপর জানতে চান, ‘‌তাহলে কী পাক নির্বাচকদের ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতাও নেই।’‌ 


আক্রাম জবাবে বলেন, ‘‌আমি জানি একজন আমলা নির্বাচক ছিলেন। অন্তত ছয় মাস ওই পদে ছিলেন তিনি। আর এখন এক প্রাক্তন আম্পায়ারকে নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। একজন পরিসংখ্যানবিদও হয়ে গেছেন নির্বাচক। সত্যিই অদ্ভুত লাগে। ক্রিকেট মাঠে কী ল্যাপটপ নিয়ে যাবে!‌’‌ 


এটা ঘটনা ২০২৪ সালে ইংল্যান্ডের কাছে হারের পর পাক নির্বাচক কমিটিতে আনা হয়েছিল আকিব জাভেদ, আম্পায়ার আলিম দার ও আজহার আলিকে। তারও আগে ওই প্যানেলে ছিলেন আসাদ শফিক ও হাসান চিমা। তার মধ্যে একজন ক্রীড়া সাংবাদিক। অন্যজন পিএসএল দলের ম্যানেজার। জাদেজার কথায়, ‘‌পরিসংখ্যানের বিচারে ক্রিকেটার নির্বাচন হলে তা ঠিক। তবে পরিসংখ্যানও সবসময় মেলে না। সেই ক্রিকেটার ব্যর্থও হতে পারে।’‌ আক্রামও জানান, ‘‌পরিসংখ্যান সবসময় পরিস্থিতির কথা বলে না। মাঠের পারফরম্যান্সই আসল।’‌