আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও না জিতে বিদায় নেওয়া। তার পরে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভরাডুবি। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান।
১৯৯২ সালের বিশ্বজয়ীদের এভাবে বিধ্বস্ত হওয়া দেখার পরে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি তোপ দেগেছেন বর্তমান এই দলকে। বাসিতকে বলতে শোনা গিয়েছে, ''পাকিস্তান আমাদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে। আমি জানি না কোন যুগের ক্রিকেট আমরা খেলছি। এই পাকিস্তানকে আমি চিনি না।''
আরেক প্রাক্তন ক্রিকেটার বাজিদ খান বলেছেন, ''অস্ট্রেলিয়ার মতো আমরা নই। ভারতের মতোও নয়। আমরা তবুও মনে করছি আইসিসি টুর্নামেন্ট জিতেছি। আমরা একটা সেরা দল। কিন্তু এটা তো আর বাস্তব নয়।''
দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ বলছেন, ''পাকিস্তান ক্রিকেটের উঠে দাঁড়ানোর মতো পায়ের জোর আর নেই।''
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় হার মানে পাকিস্তান। টপ অর্ডারের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। এগারো নম্বরে নেমে নাসিম শাহ পঞ্চাশ করেন। নইলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আরও খারাপ অবস্থার মধ্যে পড়তে হতো পাকিস্তানকে। টি-টোয়েন্টির পরে ওয়ানডে সিরিজ হেরে পাকিস্তান দেখিয়ে দিল তাদের ক্রিকেটের উন্নতি হয়নি একটুও।
দলের এই হাল দেখার পরে দেশের প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন এই পাকিস্তান দলের আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই নেই।
