আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর চারদিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ১২ বছর পর ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ হার টিম ইন্ডিয়ার।‌ যার জন্য ব্যাটিংকেই দুষছেন সকলে। প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের মহাতারকাদের। একসময় ঘরের মাঠে স্পিন বোলিং খেলার রাজা ছিল ভারতীয় ব্যাটাররা। কিন্তু বর্তমানে স্পিনই পতনের কারণ। পুনেতে মিচেল স্যান্টনারের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটিং লাইন আপ। এবার ভারতের ব্যাটারদের মুন্ডুপাত করতে ছাড়লেন না বসিত আলি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের দাবি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লেয়াররা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। কিন্তু শেষমেষ পেস বা স্পিন, কোনও কিছুরই মোকাবিলা করতে পারেনি। বসিত আলি বলেন, 'আমি আগেই বলেছিলাম ৩৫০ এর বেশি রান তাড়া করা সহজ হবে না। টপ তিন ব্যাটারের মধ্যে একজনকে শতরান করতেই হত। ভারতের ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা বেরিয়ে গিয়েছে। প্রথম টেস্টে কিউয়ি পেসাররা ১৭ উইকেট নেয়। দ্বিতীয় টেস্টে স্পিনাররা ১৯ উইকেট নিয়েছে। ভারতীয় ক্রিকেটাররা না পেসারদের খেলতে পেরেছে, না স্পিনারদের। বেঙ্গালুরুর পিচে যেখানে পেস এবং বাউন্স ছিল, ভারত হেরেছে। স্পিনিং ট্র্যাকেও ভারত হেরেছে।' 

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছিলেন রোহিতরা।‌ তার খেসারত দিতে হয়েছে। এই প্রসঙ্গে বসিত আলি বলেন, 'বাংলাদেশের বিরুদ্ধে মাত্র দু'দিনে টেস্ট জেতে ভারত। সেখানে শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে এসেছিল নিউজিল্যান্ড। ভারতীয় ক্রিকেটাররা হয়তো ভেবেছিল, অনায়াসেই কিউয়িদের হারিয়ে দেবে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। নিউজিল্যান্ড ওদের হোমওয়ার্ক করেছে। ওদের হারানোর কিছু ছিল না। ওরা ভারতে এসে ভারতীয় দলকে হারাবে, এটা বোধহয় কেউ ভাবেনি। এমনকী নিউজিল্যান্ডের ক্রিকেটাররা নিজেরাও ভাবেনি। তবে ওরা হোমওয়ার্ক করেই এসেছিল।' ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়েও খুব একটা আশাবাদী নয় বসিত আলি। বিশেষ করে মহম্মদ সামি না থাকায় আরও অবাক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে, সমস্ত ওয়ার্কলোড যশপ্রীত বুমরার ওপর পড়বে। বসিত আলির ধারণা, সামিকে ছাড়া অস্ট্রেলিয়ার সমস্যায় পড়বে ভারতীয় দল।