আজকাল ওয়েবডেস্ক: আবার ওভালে টেনশন। পঞ্চম টেস্টও বাদ গেল না। অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে বারবার বিতর্ক। লর্ডসে জ্যাক ক্রলির সঙ্গে ঝামেলায় জড়ান শুভমন গিল। ম্যাঞ্চেস্টারে রবীন্দ্র জাদেজার সঙ্গে বেন স্টোকসের হ্যান্ডসেক কাণ্ড। এবার ঝামেলায় জড়ান ভারত এবং ইংল্যান্ডের তিন মূর্তি। এই তালিকায় রয়েছেন যশস্বী জয়েসওয়াল, জ্যাক ক্রলি এবং অলি পোপ। মধ্যাহ্নভোজের সময় ঝামেলার সূত্রপাত। ৩ উইকেট হারিয়ে ভারতের রান ১৮৯। ৮৫ রানে অপরাজিত যশস্বী। সবে মাত্র ক্রিজে এসেছেন শুভমন গিল। প্রথম সেশনে ভারতের ভাল পারফরম্যান্সকে ছাপিয়ে যায় নাটক।
প্রথম সেশনে আকাশ দীপ শো। ৯৪ বলে ৬৬ রান করেন। বাংলার ক্রিকেটারের প্রথম টেস্ট অর্ধশতরান। ইংল্যান্ডের আক্রমণকে নাস্তানাবুদ করে ছাড়ে। যশস্বীর সঙ্গে মিলে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন। সকালের সেশনের দখল নিয়ে নেন। তবে মধ্যাহ্নভোজে মাঠ ছাড়ার সময় ঝামেলার সূত্রপাত। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে তর্ক জুড়ে দেন জ্যাক ক্রলি এবং অলি পোপ। লাঞ্চের আগে শেষ ওভারে খোঁড়াতে দেখা যায় যশস্বীকে। সময় নষ্ট করার চেষ্টা করেন। তাতেই চটে যায় ইংল্যান্ড শিবির। প্রচণ্ড ক্ষেপে যান ক্রলি। তৃতীয় টেস্টে শুভমনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার। এদিন আবার মেজাজ হারান। শনিবার তৃতীয় স্লিপে আকাশ দীপের ক্যাচ ফেলেন ক্রলি। একইসঙ্গে সিরিজে একাধিক সময় ম্যাচের গতি মন্থর করার চেষ্টা করেন। এদিন পিচে তেমন মুভমেন্ট ছিল না। যার ফলে বড় লিডের দিকে এগোনোর সুযোগ পায় ভারত। বেন স্টোকস নেই। ক্রিস ওকসের চোট। এই অবস্থায় ইংল্যান্ডের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল। যার পূর্ণ ফায়দা তোলে ভারত।
এর আগে লর্ডসে জ্যাক ক্রলির সঙ্গে ঝামেলায় জড়ান শুভমন গিল। যার প্রভাব সরাসরি ম্যাচে পড়ে। ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। বিধ্বংসী বোলিং করেন বেন স্টোকস। মহম্মদ কাইফ, সঞ্জয় মঞ্জরেকর সহ ভারতের আরও অনেক প্রাক্তনী মনে করেন, গিলের সঙ্গে ঝামেলার জেরেই ম্যাচে ফিরতে সুবিধা হয়েছে ইংল্যান্ডের। ভারতের জন্য এটা বুমেরাং হয়ে ফেরে। ওভালেও কি সেই আশঙ্কা থাকবে? ১১৫ রানে অপরাজিত যশস্বী। দ্বিতীয় সর্বোচ্চ রান আকাশ দীপের। ৬৬ করে আউট হন বাংলার ক্রিকেটার। বাকি ব্যাটাররা ডাহা ব্যর্থ। যশস্বীর সঙ্গে ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা। ২৪০ রানে এগিয়ে ভারত। ৩০০ রানের কাছাকাছি টার্গেট সেট করার লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার। এখনও ব্যাট করা বাকি ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেলের।
