আজকাল ওয়েবডেস্ক: নবি মুম্বইয়ে স্বপ্ন ছুঁয়েছেন হরমনপ্রীতরা। দীর্ঘ এক অপেক্ষার অবসান হয়েছে। ভারতীয় ক্রিকেটের দুর্দান্ত এক মুহূর্ত। শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মা, ভিভিএস লক্ষ্মণের মতো জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন স্ট্যান্ডে। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারদের তো চোখে পড়ল না গ্যালারিতে। 

এবি ডি ভিলিয়ার্স, জাক কালিসের মতো প্রাক্তন দক্ষিণ আফ্রিকানরা সমাদৃত এই দেশেও। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালে প্রোটিয়া-প্রাক্তনদের দেখাই যায়নি। 

আর তা দেখার পরে দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী থাঞ্জা ভুর কিন্তু প্রোটিয়া প্রাক্তনদের তীব্র সমালোচনা করেছেন। ভারতের ক্রিকেট সমর্থকদের হরমনপ্রীদের প্রতি শ্রদ্ধা, ভালবাসার প্রশংসা করেন দক্ষিণ আফ্রিকার নামী অভিনেত্রী। 

থাঞ্জা ভুর বলেন, ''ভারত, তোমরা এবারের বিশ্বকাপ জিতলে। চারদিক থেকে অভিনন্দন বার্তা ভেসে আসছে। আমাকে কিছু সময় দিন। তাহলে আমি বিষয়টা ভাল করে বোঝাতে পারব। ভারতের বিশ্বজয়ের পিছনে রয়েছো তোমরা। শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মা এমনকী ভিভিএস লক্ষ্ণণ সমর্থন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার তরফ থেকে কে ছিলেন? এই প্রাক্তন ক্রিকেটারদের তো ভালবাসে দক্ষিণ আফ্রিকার মানুষরা। কোথায় তাঁরা? এই টুর্নামেন্ট কি তাঁদের তুলনায় হাই প্রোফাইল ছিল না? কোথায় তাঁরা? কাউকেই তো দেখা গেল না। আমাদের ক্রীড়ামন্ত্রীকেও সেখানে দেখা যায়নি।'' থাঞ্জা ভুর যে ভিডিওটি পোস্ট করেছেন, তার ক্যাপশন ছিল ভারতের জয় এসেছে কারণ তাদের সমর্থকরা যত্ন করেন। 

দক্ষিণ আফ্রিকার নামী অভিনেত্রী আরও বলেন, ''মেয়েরা কঠিন পরিশ্রম করেছে। ভাল খেলেছে ওরা। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটারদের উপস্থিত না থাকা কী বার্তা বহন করে? ওরা কি মনে করেছিল ম্যাচটা হেরে যাবে? এই বার্তাই কি ওরা পাঠাতে চেয়েছিল? এই খেলাটা তোমাদের কাছে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। ভারতের মেয়েরা বিশ্বচ্যাম্পিয়ন। এই ট্রফি তোমাদেরই প্রাপ্য ছিল।''