আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র একদিন। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।  কিউয়িদের হেড কোচ গ্যারি স্টেড মনে করছেন, ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারেন বরুণ চক্রবর্তী। রহস্য স্পিনারের বিরুদ্ধে টিকে থাকার উপায় বের করতে হবে তাঁদের। ভারতের বিরুদ্ধে ফাইনালে নামার আগে বরুণের অস্ত্র নিষ্ক্রিয় করার পরিকল্পনায় কিউয়ি শিবির। গ্যারি স্টেড বলেন, 'গ্রুপের ম্যাচে আমাদের বিরুদ্ধে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অবশ্যই ও ফাইনালে খেলবে। ও ক্লাস বোলার। আগের ম্যাচে আমাদের বিরুদ্ধে দক্ষতার প্রমাণ দিয়েছে। ও বড় আতঙ্ক। ওকে সামলানোর বিশেষ পরিকল্পনা করতে হবে। একইসঙ্গে ওর বোলিংয়ে কীভাবে রান তোলা যায়, সেটাও দেখতে হবে।' 

কয়েকদিন আগে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নামতে চান স্টেড। নিজেদের সব ম্যাচই দুবাইয়ে খেলছে টিম ইন্ডিয়া। যা নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু এই নিয়ে বিশেষ ভাবিত নন কিউয়িদের কোচ। স্টেড বলেন, 'সূচির বিষয়টা আমাদের হাতের বাইরে। তাই আমরা এই নিয়ে ভাবছি না। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। আমরাও একটা ম্যাচ খেলেছি। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। ভারতকে হারাতে পারলে খুবই খুশি হব।' পাকিস্তান এবং দুবাইয়ে ঘুরে খেলতে হয়েছে নিউজিল্যান্ডকে। পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলার পর, দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে। দুই দেশের মধ্যে যাতায়াত করে খেলা কঠিন হলেও, ব্ল্যাক ক্যাপসদের কোচের দাবি, দল এই সমস্যার সঙ্গে মানিয়ে নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড দল। ফাইনালের আগে প্রস্তুতির জন্য দু'দিন সময় পাবে।