আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তের থেকেও নজর কেড়েছে ট্রাভিস হেডের সেলিব্রেশন। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর অশালীন অঙ্গভঙ্গি। ঋষভ পন্থের উইকেট তুলে নেন হেড। এটাই অজিদের জয়ের পথ প্রশস্ত করে দেয়। তবে তাঁর উদযাপন সবাইকে অবাক করেছে। সোশ্যাল মিডিয়ায় অজি তারকার হাতের অঙ্গভঙ্গিকে অশালীন বলা হয়েছে।

অজি তারকা হেডের এমন উদযাপনে বেজায় চটেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেছেন এমন আচরণের জন্য কঠিন শাস্তি হওয়া উচিত হেডের। দেড়শো কোটি ভারতীয়কে অসম্মান করেছে হেড। সোশ্যাল মিডিয়ায় সিধু লিখেছেন, ''মেলবোর্ন টেস্ট চলাকালীন ট্রাভিস হেডের অশোভনীয় আচরণ ভদ্রলোকের খেলার জন্ মোটেও ভাল বিজ্ঞাপন নয়। শিশু, মহিলা, বাচ্চা-বুড়োরা খেলা দেখছে, তাদের সামনে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করল। এহেন আচরণের ফলে  কেবল একজন ব্যক্তি অসম্মানিত হলেন এমন নয়, প্রায় দেড়শো কোটি ভারতীয়কে অসম্মান করল হেড। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ধরনের আচরণ অনুকরণ না করে, তার জন্য হেডকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।''  

চ্যানেল ৭ এর জেমস ব্রেশ অজি তারকা হেডের এই সেলিব্রেশনে কোনও ভুল দেখছেন না। তিনি বলেন, '২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭ বলে ১০ রানে ৪ উইকেট তুলে নেওয়ার পর হেড বলেছিলেন, আমাকে এই অক্ষরটা বরফের মধ্যে রাখতে হয়েছিল। এইভাবেই সেলিব্রেট করেছিল। ও বলেছিল, আমি সবে ওকে আউট করেছি। এবার আমার আঙুল বরফের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি।' সেই প্রসঙ্গ টেনে আনেন তিনি। 

হেডের এই সেলিব্রেশন নিয়ে সাংবাদিক সম্মেলনে প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল। সতীর্থের পাশে দাঁড়ান অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্স বলেন, 'আমি এটা বিস্তারিতভাবে জানাতে পারি। ও বলতে চেয়েছি, ওর আঙুল এত গরম, এক কাপ বরফে ডোবাতে হবে। ও এটাই বোঝাতে চেয়েছে। আমাদের এখানে মশকরা করে এটাই বলা হয়। এর আগেও কোথাও একটা উইকেট পাওয়ার পর সরাসরি ফ্রিজ থেকে বরফ বের করে তাতে আঙুল চুবিয়ে নাথান লিয়নের সামনে দিয়ে হেঁটে যায় হেড। খুবই মজার ঘটনা।'