আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পরে আবার ক্রিকেট প্রশাসনে ফিরেছেন এন শ্রীনিবাসন। আবার চেন্নাই সুপার কিংসের চেয়ারম্যানের পদে ফেরেন প্রাক্তন বোর্ড সভাপতি। শেষ কয়েক বছরের সময়টা ভাল যাচ্ছে না সিএসকের। তবে শ্রীনিবাসনের প্রত্যাবর্তনে আবার পুরোনো জায়গা দখলের চেষ্টা করবে চেন্নাই। একটি রিপোর্ট অনুযায়ী, সিএসকের নিয়মিত কাজকর্মে উৎসাহ দেখাচ্ছেন তিনি। বিদেশের মাটিতে বিভিন্ন টি-২০ লিগে খেলা শুরু করেছে চেন্নাই। দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগ এবং এমএলসিতে খেলে সিএসকে। রিপোর্টে বলা হয়েছে, 'এমন একটা সময় যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিবর্তন আসছে, আমাদের ওনার অভিজ্ঞতা দরকার।'

রিপোর্টে বলা হয়েছে, শ্রীনিবাসন নিয়মিত এমএস ধোনির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। যার ফলে হয়ত আরও একবছর হলুদ জার্সিতে ক্যাপ্টেন কুলকে দেখা যাবে। রিপোর্টে বলা হয়, 'সিএসকে এমডি এবং সিইও বিশ্বনাথনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিন্তু চেন্নাইয়ের একজন কর্তা জানান, শ্রীনিবাসন বৈঠকে যোগ দেয় এবং ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ পরিকল্পনায় নিয়মিত অংশ নেন। ওর ধোনির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে। ও চেন্নাই সুপার কিংসের মুখ।' হাই পারফরম্যান্স সেন্টার এবং অ্যাকাডেমি তৈরিতে নজর দিতে চান শ্রীনিবাসন। ২৭ সেপ্টেম্বর অনলাইন এজিএম ডেকেছে চেন্নাই সুপার কিংস। সেই বৈঠকেই শ্রীনিবাসন এবং তাঁর মেয়ে রূপা গুরুনাথকে ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর করা হবে। কয়েক সপ্তাহ আগে ফ্র্যাঞ্চাইজির বোর্ড মিটিংয়ে ৮০ বছরের ক্রিকেট প্রশাসককে সিএসকের চেয়ারম্যান করা হয়। বিশ্বনাথন‌ বলেন, 'সিএসকের জন্য খুব ভাল খবর। উনি আমাদের সেরা প্রশাসক। আবার চেন্নাই সুপার কিংসে ফেরায় আমি খুবই খুশি। ওনাকে পরামর্শদাতার ভূমিকায় রাখা হবে কারণ উনি বেশি ট্রাভেল করেন না। তবে আমরা ওনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। আমরা দু'জনেই চেন্নাইয়ে থাকি। তাই আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকে।' 

কয়েকদিন আগে আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দেন এমএস ধোনি। আগামী মরশুমেও কি তাঁকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। গত মাসে ৪৪ বছরে পা রেখেছেন ধোনি। মাহির হাত ধরে পাঁচবার আইপিএল জিতেছে সিএসকে। আরও একবার কি তাঁকে ঘিরে স্বপ্ন দেখতে পারবে ফ্যানরা? চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেমনই ইঙ্গিত দেন ক্যাপ্টেন কুল। ধোনি বলেন, 'আমি এবং সিএসকে, আমরা একসঙ্গে আছি। এমনকী পরের ১৫-২০ বছরও। আশা করছি ওরা ভাবছে না আমি আরও ১৫-২০ বছর ধরে খেলব। এটা এক বছর বা দু'বছরের বিষয় নয়। আমাকে সবসময় হলুদ জার্সিতে দেখা যাবে। আমি খেলব কি খেলব না, সেটা আপনারা কয়েকদিনের মধ্যেই জেনে যাবেন। তবে সবাই বুঝতেই পারছে।' বছরের শুরুতে ধোনি জানিয়েছিলেন, ভারতীয় দলের হয়ে খেলাকে সমসময় একনম্বরে রাখবেন তিনি। তারপরই তাঁর কাছে গুরুত্ব পায় আইপিএল।