আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন এমএস ধোনি। আগামী মরশুমেও কি তাঁকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। গত মাসে ৪৪ বছরে পা রেখেছেন ধোনি। মাহির হাত ধরে পাঁচবার আইপিএল জিতেছে সিএসকে। আরও একবার কি তাঁকে ঘিরে স্বপ্ন দেখতে পারবে ফ্যানরা? চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেমনই ইঙ্গিত দেন ক্যাপ্টেন কুল। ধোনি বলেন, 'আমি এবং সিএসকে, আমরা একসঙ্গে আছি। এমনকী পরের ১৫-২০ বছরও। আশা করছি ওরা ভাবছে না আমি আরও ১৫-২০ বছর ধরে খেলব। এটা এক বছর বা দু'বছরের বিষয় নয়। আমাকে সবসময় হলুদ জার্সিতে দেখা যাবে। আমি খেলব কি খেলব না, সেটা আপনারা কয়েকদিনের মধ্যেই জেনে যাবেন। তবে সবাই বুঝতেই পারছে।' 

বছরের শুরুতে ধোনি জানিয়েছিলেন, ভারতীয় দলের হয়ে খেলাকে সমসময় একনম্বরে রাখবেন তিনি। তারপরই তাঁর কাছে গুরুত্ব পায় আইপিএল। ধোনি বলেন, 'আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা অসাধারণ অনুভূতি। আমি তাই সবসময় ফ্যানদের ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, ফ্যানরাও চায় আমি খেলা চালিয়ে যাই। সেটার জন্য ওরা আমাকেও ধন্যবাদ জানায়। যেকোনো খেলাতেই আমরা ফ্যানদের থেকে সমর্থন চাই। ক্রিকেটে ভারতই একনম্বরে। ভারতীয় ক্রিকেট দলের অঙ্গ হওয়ায় সবচেয়ে বড় পাওনা। আমি আন্তর্জাতিক ক্রিকেট আর খেলি না, তাই আইপিএলই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার আর গায়ে কাঁটা দেয় না। তবে এটা বিশেষ অনুভূতি। যখনই মাঠে প্রবেশ করি, সবাই উত্তেজিত হয়ে যায়। সবাই আমার জন্য অপেক্ষা করে। চায় আমি রান পাই। তাঁদের দলের বিরুদ্ধে খেললেও সমর্থকরা সাপোর্ট করে। চায় আমি ভাল খেলি। এটা দারুণ অনুভূতি।'

প্রসঙ্গত, ছয় বছর হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। আইপিএলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। প্রতি বছরের শুরুতেই একটা আশঙ্কা থাকে। এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ বছর? গত দু'তিন বছর ধরে একই পরিস্থিতি চলে আসছে। তবে গত আইপিএলের আগে ফ্যানদের আশ্বস্ত করেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। জানিয়ে দেন, এখনই আইপিএল থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছে নেই। এখনও ক্রিকেট উপভোগ করতে চান।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর পাঁচ বছরেরও বেশি সময় কেটে যাওয়ায় এবার আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলেন ধোনি। আগামী আইপিএলে কি দেখা যাবে তাঁকে? এখনও তার নিশ্চয়তা নেই। মাঝের সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান ধোনি। কোটিপতি লিগ শুরু হওয়ার আগে নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে, হয়ত আরও এক বছর হলুদ জার্সিতে দেখা যাবে ধোনিকে। সেই কারণেই হয়ত সঞ্জু স্যামসনকে নিতে চায়নি সিএসকে।