আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহুদিন থেকেই। মহেন্দ্র সিং ধোনিকে খেলতে দেখার মঞ্চ এখন শুধুই আইপিএল। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি আসন্ন আইপিএল মরশুমের আগে কঠোর ট্রেনিংয়ে নিয়েছেন। ৪৩ বছর বয়সে ফিটনেস বজায় রেখে ক্রিকেট খেলা তাঁর জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ধোনির সঙ্গে এক অনুষ্ঠানে সাক্ষাৎ করেছিলেন। সেখানেই তাঁর ফিটনেস দেখে রীতিমত বিস্মিত হন তিনি।

 

৪৩ বছরে এসেও ধোনির এই ফিটনেস দেখে হরভজন কৌতূহলী হয়ে ওঠেন এবং তাঁর প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেন। হরভজন জানান, ‘আমি সম্প্রতি এক বন্ধুর কন্যার বিয়েতে ধোনির সঙ্গে দেখা করি। ওকে দেখে আমি অবাক হয়ে যাই। ও এখনও খুব ফিট, শক্তপোক্ত। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এই বয়সে ক্রিকেট চালিয়ে যাওয়া কি কঠিন নয়? ধোনি উত্তর দিল, ‘হ্যাঁ, কঠিন তো বটেই, কিন্তু আমি এটা ভালবাসি। আমি আনন্দ পাই। আমি এটা করতে চাই, মাঠে নেমে খেলতে চাই।’

 

ভাজ্জি আরও জানান, ‘যতক্ষণ খিদে থাকবে, ততক্ষণ খেলা চালিয়ে যাওয়া যায়। সারা বছর ক্রিকেট না খেলেও ধোনি দেখিয়ে দিচ্ছে কীভাবে ফিট থাকা যায়। শুধু অংশ নেওয়া নয়, উল্টে বোলারদের ওপর চাপ সৃষ্টি করছে। আইপিএলের আগে এক-দু’মাস ধরে কঠোর অনুশীলন করছে। যত বেশি বল খেলবে তত টাইমিং আর ছন্দ ফিরবে। চেন্নাইয়ের নেটে প্রতিদিন ২-৩ ঘণ্টা ব্যাটিং করছে। এখনও মাঠে সবার আগে আসে এবং সবার পরে মাঠ ছাড়ে। এটাই ধোনির বিশেষত্ব’।