আজকাল ওয়েবডেস্ক: আবার সাত গোলে জয় মোহনবাগানের। ফেডারেশনের অনূর্ধ্ব-১৫ জুনিয়র লিগে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-১ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুনের জুনিয়ররা। জোড়া গোল করেন রাজদীপ পাল এবং রোহিত বর্মন। বাকি তিনটে গোল করেন পাবন দাস, আকাশ শেখ এবং রোকি দাস। ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে একনম্বরে মোহনবাগান। মোট ৪১ গোল করেছে সবুজ মেরুন ব্রিগেড। তিনটে ক্লিনশিট। সর্বোচ্চ গোলদাতা রাজদীপ। ২০ গোল করে ফেলেছেন বঙ্গতনয়। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৫ ফেডারেশনের জুনিয়র লিগের ফাইনাল রাউন্ড চলে গেল মোহনবাগান। 

একদিন আগেই জেতে সবুজ মেরুনের জুনিয়ররা। বৃহস্পতিবার ফেডারেশনের অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগে সাদা কালো ব্রিগেডকে উড়িয়ে দেয় মোহনবাগান। মহমেডানকে ৭-২ গোলে হারায়। হ্যাটট্রিক করেন সিদু সোরেন। জোড়া গোল রাজ মুদির। অন্য দুটো গোল করেন জিয়ন হাঁসদা এবং নীরব রায়। সিনিয়র হোক বা জুনিয়র। সবুজ মেরুনের পালতোলা নৌকা তরতর করে এগিয়ে চলেছে। পাঁচদিন আগেই ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে লিগ শিল্ড ঘরে তোলে মোহনবাগানের সিনিয়র দল। তার কয়েকদিন পরই সফল জুনিয়র ব্রিগেডও। শনিবার বিকেলে মুম্বই সিটির বিরুদ্ধে নামবে হোসে মোলিনার দল। প্লে অফের আগে বাকি দুই ম্যাচ জিততে মরিয়া ম্যাকলারেন, পেত্রাতোসরা‌।